সাড়ে ৮ মাসের মধ্যে করোনায় সর্বনিম্ন দৈনিক মৃত্যু

করোনাভাইরাসের শিকার হয়ে গত প্রায় সাড়ে আট মাসের মধ্যে সর্বনিম্ন দৈনিক মৃত্যু দেখল দেশ।

ভাইরাসটিতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আটজনের মৃত্যু হয়েছে। বর্তমানে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে ৭ হাজার ৯৫০ জনে দাঁড়িয়েছে। এর আগে গত বছরের ৯ মে একদিনে আটজনের মৃত্যুর খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদফতর। তারপর থেকে এ সংখ্যাটি ক্রমাগতভাবে বাড়ছিল।

এছাড়া ৬৫৬ জনের শরীরে নতুন করে করোনা শনাক্ত হয়েছে। যার ফলে মোট আক্রান্তের সংখ্যা ৫ লাখ ২৯ হাজার ৬৮৭ জনে পৌঁছেছে।

এছাড়া গত একদিনে সুস্থ হয়েছেন ৬১৭ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৪ লাখ ৭৪ হাজার ৪৭২ জন।

আজ বুধবার (২০ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, দেশের সরকারি ও বেসরকারি ১৯৯ ল্যাবে আরটি-পিসিআর, জিন এক্সপার্ট ও র‌্যাপিড অ্যান্টিজেন পরীক্ষার জন্য ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৫ হাজার ৪৫৯টি ও পরীক্ষা করা হয়েছে ১৫ হাজার ৪১০টি। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা করা হলো ৩৫ লাখ ৬৬৭টি।

এতে আরো বলা হয়, মারা যাওয়া আটজনই পুরুষ। সবাই হাসপাতালে মারা গেছেন। মারা যাওয়া আটজনের মধ‌্যে ঢাকায় সাতজন ও চট্টগ্রামে একজন রয়েছেন।  

নমুনা পরীক্ষা বিবেচনায় ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৪ দশমিক ২৬ শতাংশ। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১ দশমিক ৫০ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমকি ৫৮ শতাংশ।

গত বছরের ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যুর কথা জানায় স্বাস্থ্য অধিদফতর।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //