সাড়ে ৮ মাসের মধ্যে করোনায় সর্বনিম্ন দৈনিক মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২০ জানুয়ারি ২০২১, ০৫:০১ পিএম | আপডেট: ২৩ জানুয়ারি ২০২১, ০৩:৫৭ পিএম

করোনাভাইরাসের শিকার হয়ে গত প্রায় সাড়ে আট মাসের মধ্যে সর্বনিম্ন দৈনিক মৃত্যু দেখল দেশ।

ভাইরাসটিতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আটজনের মৃত্যু হয়েছে। বর্তমানে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে ৭ হাজার ৯৫০ জনে দাঁড়িয়েছে। এর আগে গত বছরের ৯ মে একদিনে আটজনের মৃত্যুর খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদফতর। তারপর থেকে এ সংখ্যাটি ক্রমাগতভাবে বাড়ছিল।

এছাড়া ৬৫৬ জনের শরীরে নতুন করে করোনা শনাক্ত হয়েছে। যার ফলে মোট আক্রান্তের সংখ্যা ৫ লাখ ২৯ হাজার ৬৮৭ জনে পৌঁছেছে।

এছাড়া গত একদিনে সুস্থ হয়েছেন ৬১৭ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৪ লাখ ৭৪ হাজার ৪৭২ জন।

আজ বুধবার (২০ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, দেশের সরকারি ও বেসরকারি ১৯৯ ল্যাবে আরটি-পিসিআর, জিন এক্সপার্ট ও র‌্যাপিড অ্যান্টিজেন পরীক্ষার জন্য ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৫ হাজার ৪৫৯টি ও পরীক্ষা করা হয়েছে ১৫ হাজার ৪১০টি। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা করা হলো ৩৫ লাখ ৬৬৭টি।

এতে আরো বলা হয়, মারা যাওয়া আটজনই পুরুষ। সবাই হাসপাতালে মারা গেছেন। মারা যাওয়া আটজনের মধ‌্যে ঢাকায় সাতজন ও চট্টগ্রামে একজন রয়েছেন।  

নমুনা পরীক্ষা বিবেচনায় ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৪ দশমিক ২৬ শতাংশ। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১ দশমিক ৫০ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমকি ৫৮ শতাংশ।

গত বছরের ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যুর কথা জানায় স্বাস্থ্য অধিদফতর।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh