ইতিহাসে ৩ জুলাই: কোথায় কী ঘটেছিলো

প্রতিদিনই অনেক ঘটনা ঘটে থাকে। এর কোনোটি উল্লেখযোগ্য, আবার কোনোটি তেমন মনে রাখার মতো ঘটনা নয়। কালের আবর্তে ইতিহাসে ঠাঁই নেয়া সেসব গুরুত্ববহ ঘটনা আমরা পাঠককে স্মরণ করাতে চাই। 

ঘটনা
১৯৭১- স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করতে ভারতীয় সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করেন বাংলাদেশের বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর।

জন্ম
১৮৮৩ - জার্মান-চেক উপন্যাস ও ছোটগল্প লেখক ফ্রান্ৎস কাফকা জন্মগ্রহণ করেন। 
১৯১২ - বাঙালি রসসাহিত্যিক, জাদুকর ও সংগীতজ্ঞ অজিতকৃষ্ণ বসু জন্মগ্রহণ করেন।
১৯৪১ - আন্তর্জাতিকভাবে সমাদৃত ভারতীয় চলচ্চিত্র পরিচালক আদুর গোপালকৃষ্ণন জন্মগ্রহণ করেন।
১৯৮৪ - বাংলাদেশি ক্রিকেট খেলোয়াড় সৈয়দ রাসেল জন্মগ্রহণ করেন।

 মৃত্যু
১৯৩২ - বাঙালি কবি ও সমাজকর্মী স্বর্ণকুমারী দেবী মৃত্যুবরণ করেন। 
২০০৯ - বাংলাদেশের খ্যাতিমান ঔপন্যাসিক, প্রাবন্ধিক, কবি, নাট্যকার ও গবেষক আলাউদ্দিন আল আজাদ মৃত্যুবরণ করেন।

দিবস
আজ বাংলাদেশে জাতীয় জন্ম নিবন্ধন দিবস।


সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //