ইতিহাসে ১৭ জুন: কোথায় কী ঘটেছিলো

প্রতিদিনই অনেক ঘটনা ঘটে থাকে। এর কোনোটি উল্লেখযোগ্য, আবার কোনোটি তেমন মনে রাখার মতো ঘটনা নয়। কালের আবর্তে ইতিহাসে ঠাঁই নেয়া সেসব গুরুত্ববহ ঘটনা আমরা পাঠককে স্মরণ করাতে চাই। 

ঘটনা

১৯৯৯ - কিংবদন্তি নেতা নেলসন ম্যান্ডেলা নবনির্বাচিত প্রেসিডেন্ট থাবো এমবেকির কাছে দ. আফ্রিকার ক্ষমতা হস্তান্তর করে বিদায় নেন। 

জন্ম

১৮৮২ - রুশ সংগীতজ্ঞ ইগর স্ট্রাভিনস্কি জন্মগ্রহণ করেন। 

১৯২৪ - প্রখ্যাত অর্থনীতিবিদ চিন্তাবিদ অধ্যাপক অম্লান দত্ত জন্মগ্রহণ করেন। 

১৯৪৫ - মার্কিন সেনাপতি টমি ফ্র্যাংক্‌স জন্মগ্রহণ করেন। 

১৯৮১ - মডেল ও হিন্দী চলচ্চিত্রের নায়িকা অমৃতা রাও জন্মগ্রহণ করেন। 

মৃত্যু

১৮৫৮ -  ঝাঁসির রাণী ও ১৮৫৭ সালের ভারতীয় বিদ্রোহের পথিকৃৎ লক্ষ্মী বাঈ মৃত্যুবরণ করেন। 

১৯৭৬ - বাঙালি কবি, শিশুসাহিত্যিক ও সাংবাদিক হাবীবুর রহমান মৃত্যুবরণ করেন। 

১৯৯৬ -  মার্কিন বুদ্ধিজীবী টমাস স্যামুয়েল কুন মৃত্যুবরণ করেন। 

২০০৬ - বাংলাদেশি সুরকার, সংগীত পরিচালক, ও সংগীতজ্ঞ আনোয়ার পারভেজ মৃত্যুবরণ করেন। 

২০০৯ - বাংলাদেশি লেখক, বুদ্ধিজীবী ও ভাষাসৈনিক গাজীউল হক মৃত্যুবরণ করেন। 

২০১৯ -  মিশরীয় প্রকৌশলী, শিক্ষায়তনিক, রাজনীতিক এবং মিশরের পঞ্চম রাষ্ট্রপতি মুহাম্মাদ মুরসি মৃত্যুবরণ করেন।


সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //