ইতিহাসে ১৮ মে: কোথায় কী ঘটেছিলো

প্রতিদিনই অনেক ঘটনা ঘটে থাকে। এর কোনোটি উল্লেখযোগ্য, আবার কোনোটি তেমন মনে রাখার মতো ঘটনা নয়। কালের আবর্তে ইতিহাসে ঠাঁই নেয়া সেসব গুরুত্ববহ ঘটনা আমরা পাঠককে স্মরণ করাতে চাই।

ঘটনা
১৮০৪ - ফ্রান্সের সংসদ সিনেটে এক আইন পাশের মধ্য দিয়ে নেপোলিয়ান বেনাপার্ট সেদেশের সম্রাট হিসাবে আত্মপ্রকাশ করেন।
১৮৬০ - আব্রাহাম লিংকন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হন।
১৯৫১ - জাতিসংঘ সদর দফতর নিউইয়র্কে স্থানান্তর করা হয়।

জন্ম
১০৪৮ - ফার্সি গণিতজ্ঞ, জ্যোতির্বিজ্ঞানী ও কবি ওমর খৈয়াম জন্মগ্রহণ করেন। 
১৮৭২ - ইংরেজ বিজ্ঞানী, শিক্ষাবিদ, দার্শনিক এবং সাহিত্যে নোবেল বিজয়ী লেখক বারট্রান্ড রাসেল জন্মগ্রহণ করেন। 
১৯৭৫ - আমেরিকান গায়ক, গীতিকার ও গিটার বাদক জ্যাক জনসন  জন্মগ্রহণ করেন। 

মৃত্যু
১৮৮৬ - বাংলা সাহিত্যের প্রবন্ধকার অক্ষয়কুমার দত্ত মৃত্যুবরণ করেন। 
১৯৩৪ - চারণ কবি মুকুন্দ দাস মৃত্যুবরণ করেন। তিনি স্বদেশী ও অসহযোগ আন্দোলনের সময় বহু স্বদেশি বিপ্লবাত্মক গান ও নাটক রচনা করে খ্যাতি অর্জন করেন।
২০০১ - অস্ট্রেলীয় নাগরিক, এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধে বীরপ্রতীক খেতাবপ্রাপ্ত একমাত্র বিদেশি মুক্তিযোদ্ধা ডব্লিউ এ এস ওডারল্যান্ড মৃত্যুবরণ করেন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //