ইতিহাসে ৮ এপ্রিল: কোথায় কী ঘটেছিলো

প্রতিদিনই অনেক ঘটনা ঘটে থাকে। এর কোনোটি উল্লেখযোগ্য, আবার কোনোটি তেমন মনে রাখার মতো ঘটনা নয়। কালের আবর্তে ইতিহাসে ঠাঁই নেয়া সেসব গুরুত্ববহ ঘটনা আমরা পাঠককে স্মরণ করাতে চাই।

জন্ম

১৬০৫ - স্পেনের রাজা চতুর্থ ফিলিপ জন্মগ্রহণ করেন।

১৯৩৮ - ঘানার কূটনীতিবিদ এবং জাতিসংঘের সপ্তম মহাসচিব কফি আনান জন্মগ্রহণ করেন।

মৃত্যু

১০৩০ - দিগ্বিজয়ী সুলতান মাহমুদ গজনবী মৃত্যুবরণ করেন।

১৭৫৭ - বাংলার নবাব আলীবর্দী খাঁ মারা যান।

১৮৫৭ - সিপাহি বিদ্রোহের অগ্রণী সৈনিক মঙ্গল পাণ্ডের ফাঁসি হয়।

১৮৯৪ - বাঙালি সাহিত্যিক ও সাংবাদিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মৃত্যুবরণ করেন।

১৯৫০ - বাঙালি, ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের বিপ্লবী হেমচন্দ্র কানুনগো মৃত্যুবরণ করেন।

১৯৭১ - বাংলাদেশের রাঙ্গামাটিতে বীরশ্রেষ্ঠ ল্যান্সনায়েক মুন্সী আবদুর রউফ শহীদ হন। 

১৯৭৩ - স্পেনের চিত্রশিল্পী ও ভাস্কর পাবলো পিকাসো মৃত্যুবরণ করেন।

১৯৯৪ - বাংলাদেশের মুক্তিযুদ্ধের সংগঠক, জাতীয় ব্যক্তিত্ব এম এম মোহাইমিন মৃত্যুবরণ করেন। 


সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //