ইতিহাসে ২ এপ্রিল: কোথায় কী ঘটেছিলো

প্রতিদিনই অনেক ঘটনা ঘটে থাকে। এর কোনোটি উল্লেখযোগ্য, আবার কোনোটি তেমন মনে রাখার মতো ঘটনা নয়। কালের আবর্তে ইতিহাসে ঠাঁই নেয়া সেসব গুরুত্ববহ ঘটনা আমরা পাঠককে স্মরণ করাতে চাই।

ঘটনা

১৯৬৩ - মোহামেডান লিটারারি সোসাইটি প্রতিষ্ঠিত হয়।

১৯৮২ - আর্জেন্টিনা ফকল্যান্ড দ্বীপ দখল করে নেয়।

১৯৮৯ - সোভিয়েত নেতা মিখাইল গর্বাচেভ হাভানায় ভ্রমণ করে ফিদেল কাস্ত্রোর সাথে দেখা করেন।

জন্ম

১৮০৫ -  ডেনীয় লেখক ও কবি হান্স ক্রিশ্চিয়ান এন্ডারসন জন্মগ্রহণ করেন। 

১৮৪০ -  ফরাসি ঔপন্যাসিক এমিল জোলা জন্মগ্রহণ করেন।

১৮৬২ - নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান দার্শনিক ও একাডেমিক নিকোলাস মরি বাটলার জন্মগ্রহণ করেন।

১৮৯৮ - কবি, নাট্যকার ও অভিনেতা হরীন্দ্রনাথ চট্টোপাধ্যায় জন্মগ্রহণ করেন।

১৯০৩ - উচ্চাঙ্গ সংগীতশিল্পী ওস্তাদ মোহাম্মদ হোসেন খসরু জন্মগ্রহণ করেন।

মৃত্যু

১৯৬৫ -  বাঙালি সাহিত্যিক অতুলচন্দ্র দত্ত মৃতুবরণ করেন। 

দিবস

আজ বিশ্ব অটিজম সচেতনতা দিবস।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //