ইতিহাসে ১৪ মার্চ: কোথায় কী ঘটেছিলো

প্রতিদিনই অনেক ঘটনা ঘটে থাকে। এর কোনোটি উল্লেখযোগ্য, আবার কোনোটি তেমন মনে রাখার মতো ঘটনা নয়। কালের আবর্তে ইতিহাসে ঠাঁই নেয়া সেসব গুরুত্ববহ ঘটনা আমরা পাঠককে স্মরণ করাতে চাই।

ঘটনা

১৯৯০ - মিখাইল গর্বাচেভ সাবেক সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট নির্বাচিত হন।

১৯৯২ - সোভিয়েত ইউনিয়নের ‘প্রাভদা’ পত্রিকার প্রকাশ বন্ধ হয়ে যায়।

জন্ম

১৮৭৯ - নোবেল পুরস্কার বিজয়ী মার্কিন পদার্থ বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন জন্মগ্রহণ করেন।

১৯৬৫ - ভারতীয় হিন্দি চলচ্চিত্রের অভিনেতা আমির খান জন্মগ্রহণ করেন। 

১৯৮৬ - ইংরেজ অভিনেতা ও নৃত্যশিল্পী জেমি বেল জন্মগ্রহণ করেন।

মৃত্যু

১৮৮৩ - প্রভাবশালী জার্মান সমাজ বিজ্ঞানী ও মার্ক্সবাদের প্রবক্তা কার্ল মার্ক্স মৃত্যুবরণ করেন। 

১৮৯৯ - জার্মান ভাষাতাত্ত্বিক ও দার্শনিক হের্মান স্টাইন্‌টল মৃত্যুবরণ করেন।

১৯৯৫ - নোবেল পুরস্কার বিজয়ী মার্কিন পদার্থবিজ্ঞানী উইলিয়াম আলফ্রেড ফোলার মৃত্যুবরণ করেন। 

২০১৮ - ইংরেজ তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী ও গণিতজ্ঞ স্টিভেন হকিং মৃত্যুবরণ করেন।

দিবস

আজ বিশ্ব ভোক্তা অধিকার দিবস৷

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //