ইতিহাসে ৯ মার্চ: কোথায় কী ঘটেছিলো

প্রতিদিনই অনেক ঘটনা ঘটে থাকে। এর কোনোটি উল্লেখযোগ্য, আবার কোনোটি তেমন মনে রাখার মতো ঘটনা নয়। কালের আবর্তে ইতিহাসে ঠাঁই নেয়া সেসব গুরুত্ববহ ঘটনা আমরা পাঠককে স্মরণ করাতে চাই।

জন্ম

১৯২৩ - অস্ট্রিয়ান বংশোদ্ভূত আমেরিকান পদার্থবিদ ওয়াল্টার কোন জন্মগ্রহণ করেন। তিনি ১৯৯৮ সালে নোবেল পুরস্কার লাভ করেন।

১৯২৯- বাংলাদেশের ১৯ তম রাষ্ট্রপতি জিল্লুর রহমান জন্মগ্রহণ করেন। ২০০৯ সালের ১২ ফেব্রুয়ারি প্রধান বিচারপতি এম এম রহুল আমিন তাকে রাষ্ট্রপতি হিসেবে বঙ্গভবনে শপথ বাক্য পাঠ করান।

১৯৩৪ - বাংলাদেশের স্বনামধন্য চিত্রশিল্পী কাইয়ুম চৌধুরী জন্মগ্রহণ করেন।

১৯৫১ - ভারতীয় তবলা বাদক, সুরকার ও অভিনেতা জাকির হোসেন জন্মগ্রহণ করেন।

মৃত্যু

১৮৫৮ - কবি, পণ্ডিত ও নাট্যকার মদনমোহন তর্কালঙ্কার মৃত্যুবরণ করেন।

১৯৮৩ - নোবেল পুরস্কার বিজয়ী সুইডিশ শারীরবিজ্ঞানী উল্ফ ভন ইউলার মৃত্যুবরণ করেন।

১৯৯২ - নোবেল পুরস্কার বিজয়ী ইসরাইলের রাজনীতিবিদ ও ৬ষ্ঠ প্রধানমন্ত্রী মেনাখেম বেগিন মৃত্যুবরণ করেন।

২০১২ - ভারতের চলচ্চিত্র অভিনেতা ও পরিচালক জয় মুখার্জি মৃত্যুবরণ করেন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //