ইতিহাসে ৭ মার্চ: কোথায় কী ঘটেছিলো

প্রতিদিনই অনেক ঘটনা ঘটে থাকে। এর কোনোটি উল্লেখযোগ্য, আবার কোনোটি তেমন মনে রাখার মতো ঘটনা নয়। কালের আবর্তে ইতিহাসে ঠাঁই নেয়া সেসব গুরুত্ববহ ঘটনা আমরা পাঠককে স্মরণ করাতে চাই।

ঘটনা

১৮৬১ - ঢাকা শহরের প্রথম সাপ্তাহিক ‘ঢাকা প্রকাশ’ পত্রিকার আত্মপ্রকাশ ঘটে।

১৯৭১ - রেসকোর্স ময়দান তথা বর্তমান সোহরাওয়ার্দী উদ্যানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশে মুক্তি সংগ্রামের আহ্বান জানিয়ে ঐতিহাসিক ভাষণ দেন। ভাষণটি ১৮ মিনিট স্থায়ী হয়। এই ভাষণে তিনি তৎকালীন পূর্ব পাকিস্তানের (বর্তমানে বাংলাদেশ) বাঙালিদেরকে স্বাধীনতা সংগ্রামের জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানান।

১৯৭৩ - বাংলাদেশে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়।

জন্ম

১১৪৫ - কুর্দি পন্ডিত বাহাউদ্দিন ইবনে শাদ্দাদ জন্মগ্রহণ করেন।

১৯০৭ - ব্রিটিশবিরোধী বিপ্লবী ও সাম্যবাদী কর্মী অখিলচন্দ্র নন্দী জন্মগ্রহণ করেন।

মৃত্যু

১৯৮২ - শিশু সাহিত্যিক বিমল বোষ মৃত্যুবরণ করেন।

১৯৯৯ - একাডেমি অ্যাওয়ার্ড বিজয়ী মার্কিন চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক স্ট্যানলি কুব্রিক মৃত্যুবরণ করেন।

২০১৭ - ভারতীয় সংগীতশিল্পী কালিকাপ্রসাদ ভট্টাচার্য মৃত্যুবরণ করেন। তিনি ১৯৯৯ সালে উত্তরবঙ্গ-পূর্ববঙ্গের পল্লীগান ও লোকায়ত গানের ঐতিহ্যকে পুনর্জাগরণের উদ্দেশ্যে লোকগানের ব্যান্ড দোহার প্রতিষ্ঠা করেন। ২০১৩ সালে অনন্য সৃষ্টি এবং বাদ্যযন্ত্র শ্রেষ্ঠত্বের জন্য পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক সংগীত সম্মানের পুরস্কার পান।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //