ইতিহাসে ৩ মার্চ: কোথায় কী ঘটেছিলো

প্রতিদিনই অনেক ঘটনা ঘটে থাকে। এর কোনোটি উল্লেখযোগ্য, আবার কোনোটি তেমন মনে রাখার মতো ঘটনা নয়। কালের আবর্তে ইতিহাসে ঠাঁই নেয়া সেসব গুরুত্ববহ ঘটনা আমরা পাঠককে স্মরণ করাতে চাই।

ঘটনা

১৯৭১ -আমার সোনার বাংলা, আমি তোমায় ভালবাসি’- বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচয়িত এই গানটিকে ঢাকার পল্টন ময়দানে ঘোষিত ইশতেহারে বাংলাদেশের প্রস্তাবিত জাতীয় সংগীত হিসাবে ঘোষণা করা হয়।

১৯৭১ - বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে অসহযোগ আন্দোলন শুরু হয়।

১৯৭২ - বাংলাদেশের আধাসামরিক সংস্থা বাংলাদেশ রাইফেলস প্রতিষ্ঠিত হয়, যার বর্তমান নাম বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

১৯৭২ - বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় শ্রীলংকা ও সোয়াজিল্যান্ড।

১৯৭৬ - বাঙালি জাতীয়তাবাদের পরিবর্তে বাংলাদেশ সরকার ‘বাংলাদেশি’ জাতীয়তাবাদ প্রবর্তন করেন।

১৯৭৮ - জাতীয় স্মৃতিসৌধের নকশা অনুমোদন করা হয়।

জন্ম

১৮৪৭ - স্কটিশ বিজ্ঞানী ও উদ্ভাবক আলেকজান্ডার গ্রাহাম বেল জন্মগ্রহণ করেন।

১৯৫০ -  বাংলাদেশি সুরকার ও সংগীত পরিচালক শেখ সাদী খান জন্মগ্রহণ করেন।

মৃত্যু

১৭০৭ - মুঘল সম্ৰাট আওরঙ্গজেব মৃত্যুবরণ করেন।

১৯৯২ - শিক্ষাবিদ, ভাষাবিদ ও গবেষক সুকুমার সেন মৃত্যুবরণ করেন।

দিবস

আজ বিশ্ব বন্যপ্রাণী দিবস এবং

বাংলাদেশে স্বাধীনতার ইশতেহার পাঠ দিবস৷

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //