ইতিহাসে ১ মার্চ: কোথায় কী ঘটেছিলো

প্রতিদিনই অনেক ঘটনা ঘটে থাকে। এর কোনোটি উল্লেখযোগ্য, আবার কোনোটি তেমন মনে রাখার মতো ঘটনা নয়। কালের আবর্তে ইতিহাসে ঠাঁই নেয়া সেসব গুরুত্ববহ ঘটনা আমরা পাঠককে স্মরণ করাতে চাই।

ঘটনা

১৪৯৮ - ভাস্কো দা গামা মোজাম্বিক আবিষ্কার করেন।

১৯৭১ - স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ গঠিত হয়।

১৯৮৫ - বাংলাদেশে জেনারেল এরশাদ কর্তৃক রাজনৈতিক তৎপরতা নিষিদ্ধ ঘোষণা।

জন্ম

১৬১১ - ইংরেজ বীজগণিতবিদ, জ্যামিতিজ্ঞ ও জোতির্বিদ জন পেল জন্মগ্রহণ করেন।

১৮৬১ - বাঙালি ইতিহাসবিদ অক্ষয়কুমার মৈত্রেয় জন্মগ্রহণ করেন।

১৮৯২ - জাপানের বিশিষ্ট সাহিত্যিক ও ছোট গল্পের জনক রিয়ুনোসুকি অকুতাগাওয়া জন্মগ্রহণ করেন।

১৯৪০ - বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা শাফাত জামিল (বীর বিক্রম) জন্মগ্রহণ করেন।

মৃত্যু

১৯১১ - ডাচ জৈব রসায়নবিদ ইয়াকোবুস হেনরিকুস ফান্ট হফ মৃত্যুবরণ করেন। তিনি ছিলেন রসায়নে প্রথম নোবেল পুরস্কার বিজয়ী।

১৯২৪ - ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের শহীদ বাঙালি বিপ্লবী গোপীনাথ সাহা মৃত্যুবরণ করেন।

১৯৯৫ - জার্মান জীববিজ্ঞানী জর্জেস জে এফ কোহলার মৃত্যুবরণ করেন। তিনি চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন।

২০১৯ - বাংলাদেশি সমাজকর্মী পলান সরকার মৃত্যুবরণ করেন।

দিবস

আজ জাতীয় ভোটার দিবস।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //