ইতিহাসে ২৫ ফেব্রুয়ারি: কোথায় কী ঘটেছিলো

প্রতিদিনই অনেক ঘটনা ঘটে থাকে। এর কোনোটি উল্লেখযোগ্য, আবার কোনোটি তেমন মনে রাখার মতো ঘটনা নয়। কালের আবর্তে ইতিহাসে ঠাঁই নেয়া সেসব গুরুত্ববহ ঘটনা আমরা পাঠককে স্মরণ করাতে চাই।

ঘটনা

১৯৯২ - আর্মেনিয়ান বাহিনী প্রায় ৬০০ জন আজারবাইজান নাগরিককে জবাই করে। যার মধ্যে অন্তত ২০০ জন ছিল নারী ও শিশু।  

জন্ম

১৩০৪ - সুন্নি মুসলিম পর্যটক, চিন্তাবিদ ও বিচারক ইব্‌ন বতুতা জন্মগ্রহণ করেন। 

১৮৪১ - অন্তর্মুদ্রাবাদী ঘরানার একজন অন্যতম প্রধান ফরাসি চিত্রশিল্পী পিয়ের-ওগ্যুস্ত রনোয়ার জন্মগ্রহণ করেন।

১৮৬১ - অস্ট্রিয়ার একজন অন্যতম দার্শনিক রুডলফ স্টেইনার জন্মগ্রহণ করেন।

১৯৪৩ - বিংশ শতাব্দীর অত্যন্ত প্রতিভাবান একজন জনপ্রিয় গায়ক এবং গিটারিস্ট জর্জ হ্যারিসন জন্মগ্রহণ করেন।

মৃত্যু

১৮৫২ - একজন আইরিশ কবি, গায়ক ও গীতিকার থমাস মুর মৃত্যুবরণ করেন।

২০০১ - বিখ্যাত অস্ট্রেলীয় আন্তর্জাতিক ক্রিকেট তারকা ডন ব্র্যাডম্যান মৃত্যুবরণ করেন। ক্রিকেটের ইতিহাসে সর্বকালের সর্বশ্রেষ্ঠ ব্যাটসম্যান হিসেবে তিনি বিশ্বব্যাপী স্বীকৃত। 

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //