ইতিহাসে ৬ জানুয়ারি: কোথায় কী ঘটেছিল

প্রতিদিনই অনেক ঘটনা ঘটে থাকে। এর কোনোটি উল্লেখযোগ্য, আবার কোনোটি তেমন মনে রাখার মতো ঘটনা নয়। কালের আবর্তে ইতিহাসে ঠাঁই নেয়া সেসব গুরুত্ববহ ঘটনা আমরা পাঠককে স্মরণ করাতে চাই।

ঘটনা

১৮৩৮ সালের এই দিনে হাতে কলমে টেলিগ্রাফের কার্যকারিতা প্রদর্শন করেন স্যামুয়েল মোর্স।

জন্ম

১৩৬৭ সালের এই দিনে ইংল্যান্ডের রাজা দ্বিতীয় রিচার্ড জন্মগ্রহণ করেন। 

১৩৮৪ সালের এই দিনে ইংরেজ সাহিত্যিক এডমুন্ড হল্যান্ড জন্মগ্রহণ করেন।

১৪১২ সালের এই দিনে জোন অব আর্ক জন্মগ্রহণ করেন। 

১৯৫৯ সালের এই দিনে ভারতীয় ক্রিকেটের অন্যতম অলরাউন্ডার কপিল দেব জন্মগ্রহণ করেন।

১৯৬৬ সালের এই দিনে ভারতের তামিলের সংগীত পরিচালক এ আর রহমান জন্মগ্রহণ করেন।

১৯৭৩ সালের এই দিনে ভারতীয় বাঙালি অভিনেতা রুদ্রনীল ঘোষ জন্মগ্রহণ করেন। 

মৃত্যু

১৮৮৪ সালের এই দিনে অস্ট্রিয় ধর্মযাজক ও বংশগতির প্রবক্তা গ্রেগর ইয়োহান মেন্ডেল মৃত্যুবরণ করেন।

১৯১৮ সালের এই দিনে জার্মান গণিতবিদ ও দার্শনিক গেয়র্গ কান্টর মৃত্যুবরণ করেন।

১৯১৯ সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের ২৬তম রাষ্ট্রপতি থিওডোর রুজ্‌ভেল্ট মৃত্যুবরণ করেন।

১৯৮০ সালের এই দিনে বাঙালি সংগীতজ্ঞ, সংগীতালোচক, গীতরচয়িতা, সুরকার ও গায়ক দিলীপকুমার রায় মৃত্যুবরণ করেন। 

১৯৮৪ সালের এই দিনে বাঙালি গায়িকা ও মঞ্চাভিনেত্রী আঙুর বালা মৃত্যুবরণ করেন।

১৯৮৯ সালের এই দিনে ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর দেহরক্ষী, হত্যাকারী সৎবন্ত সিংহ মৃত্যুবরণ করেন।

২০০৪ সালের এই দিনে বাংলাদেশের প্রথিতযশা চলচ্চিত্রশিল্পী সুমিতা দেবী মৃত্যুবরণ করেন।

দিবস

আজ বাংলাদেশে কৃষি শুমারী দিবস পালিত হচ্ছে।


সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //