ইতিহাসে ২৫ ডিসেম্বর: কোথায় কী ঘটেছিল

প্রতিদিনই অনেক ঘটনা ঘটে থাকে। এর কোনোটি উল্লেখযোগ্য, আবার কোনোটি তেমন মনে রাখার মতো ঘটনা নয়। কালের আবর্তে ইতিহাসে ঠাঁই নেয়া সেসব গুরুত্ববহ ঘটনা আমরা পাঠককে স্মরণ করাতে চাই।

ঘটনা

১৯৯১ সালের এই দিনে মিখাইল গর্বাচেভ সোভিয়েত ইউনিয়নের রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করেন।

জন্ম

১৮৭৬ সালের এই দিনে পাকিস্তানের প্রতিষ্ঠাতা এবং ভারতের স্বাধীনতা সংগ্রামের প্রধান মুসলিম নেতা মুহাম্মদ আলী জিন্নাহ জন্মগ্রহণ করেন।

১৮৮৯ সালের এই দিনে পূর্ব বাংলার গভর্নর চৌধুরী খালিকুজ্জামান জন্মগ্রহণ করেন।

১৮৯১ সালের এই দিনে বিখ্যাত অস্ট্রেলীয় ক্রিকেটার ক্ল্যারি গ্রিমেট জন্মগ্রহণ করেন।

১৯২৩ সালের এই দিনে ভারতীয় উপমহাদেশের প্রথিতযশা স্থপতি মাজহারুল ইসলাম জন্মগ্রহণ করেন।

১৯২৭ সালের এই দিনে ভারতের সংগীতজ্ঞ রাম নারায়ণ জন্মগ্রহণ করেন।

১৯৪৮ সালের এই দিনে বিশ শতকের বাংলা ভাষার কবি হুমায়ুন কবির জন্মগ্রহণ করেন।

১৯৬৮ সালের এই দিনে বাংলাদেশি সংগীতশিল্পী ও সাংবাদিক সঞ্জীব চৌধুরী জন্মগ্রহণ করেন।

১৯৮০ সালের এই দিনে বাংলাদেশি কথাসাহিত্যিক আনিফ রুবেদ জন্মগ্রহণ করেন।

১৯৩৪ সালের এই দিনে বাংলাদেশি সুরকার ও সংগীত পরিচালক সত্য সাহা জন্মগ্রহণ করেন।

মৃত্যু

১৯৭৭ সালের এই দিনে ইংরেজ চলচ্চিত্র অভিনেতা চার্লি চ্যাপলিন মৃত্যুবরণ করেন।

২০১৪ সালের এই দিনে ইংরেজ ক্রিকেটার জিওফ পুলার মৃত্যুবরণ করেন।

২০১৬ সালের এই দিনে ব্রিটিশ গায়ক জর্জ মাইকেল মৃত্যুবরণ করেন।

দিবস

আজ খ্রিষ্টানদের বড়দিন,

তাইওয়ানে সংবিধান দিবস,

ভারতে গুড গভরন্যান্স দিবস,

পাকিস্তানে কায়েদে আজম দিবস এবং

ক্যামেরুন, কেন্দ্রীয় আফ্রিকা প্রজাতন্ত্র, চাদ, ইকুয়েটোরিয়াল গিনি, গণপ্রজাতন্ত্রী কঙ্গোতে শিশু দিবস পালিত হচ্ছে। 

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //