ইতিহাসে ১৩ ডিসেম্বর: কোথায় কী ঘটেছিল

প্রতিদিনই অনেক ঘটনা ঘটে থাকে। এর কোনোটি উল্লেখযোগ্য, আবার কোনোটি তেমন মনে রাখার মতো ঘটনা নয়। কালের আবর্তে ইতিহাসে ঠাঁই নেয়া সেসব গুরুত্ববহ ঘটনা আমরা পাঠককে স্মরণ করাতে চাই।

ঘটনা

১৯৯০ সালের এই দিনে ৩০ বছর জাম্বিয়ায় নির্বাসিত জীবন শেষে এএনসি রাষ্ট্রপতি অলিভার পাম্বো দক্ষিণ আফ্রিকায় প্রত্যাবর্তন করেন।

১৯৯১ সালের এই দিনে উত্তর ও দক্ষিণ কোরিয়া শান্তি ও অনাক্রমণ সংক্রান্ত ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর করে।

১৯৯১ সালের এই দিনে কিশোরগঞ্জে পাকুন্দিয়া পীর মতিউর রহমানের সশন্ত্র বাহিনীর সঙ্গে পুলিশের তিন দিনব্যাপী সংঘর্ষ শুরু হয়। এতে দুই পুলিশসহ ২১ জন নিহত হন।

১৯৯৬ সালের এই দিনে সন্ধ্যায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদে কফি আনান জাতিসংঘ মহাসচিব নিবার্চিত হন।

২০০১ সালের এই দিনে রাত ১১টায় মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডাবলিও বুশ আনুষ্ঠানিকভাবে ১৯৭২ সালে স্বাক্ষরিত মার্কিন-রাশিয়া ‘আন্টি ব্যালিষ্টিক ক্ষেপণাস্ত্র চুক্তি’ থেকে বেরিয়ে আসার কথা ঘোষণা করেন।

২০০১ সালের এই দিনে ২৯তম অলিম্পকস ক্রীড়া সংস্থার কমিটি বেজিংয়ে প্রতিষ্ঠিত হয়।

২০০৩ সালের এই দিনে ইরাকের সাবেক একনায়ক সাদ্দাম হোসেন সেদেশের উত্তরাঞ্চলীয় শহর তিকরিতের কাছে একটি গোপন আস্তানা থেকে গ্রেপ্তার হন।

জন্ম

১৬৮৪ সালের এই দিনে নরওয়ের ইতিহাসবিদ, দার্শনিক ও লেখক লুডভিন হলবেরগ জন্মগ্রহণ করেন।

১৭৯৭ সালের এই দিনে জার্মান সাংবাদিক, কবি ও সমালোচক ক্রিশ্চিয়ান যোহান হাইনরিশ হাইনে জন্মগ্রহণ করেন।

১৯০৩ সালের এই দিনে সাহিত্যিক শিবরাম চক্রবর্তী জন্মগ্রহণ করেন।

১৯১১ সালের এই দিনে নোবেল পুরস্কার বিজয়ী নরওয়ের অর্থনীতিবিদ ও গণিতবিদ ট্রাইগভে হা্‌ভেল্ম জন্মগ্রহণ করেন।

১৯২৩ সালের এই দিনে নোবেল পুরস্কার বিজয়ী যুক্তরাষ্ট্রের পদার্থবিদ ও একাডেমিক ফিলিপ ওয়ারেন অ্যান্ডারসন জন্মগ্রহণ করেন।

১৯৪৫ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী, সাংবাদিক ও রাজনীতিক হারমান কেইন জন্মগ্রহণ করেন।

১৯৮৭ সালের এই দিনে বাংলাদেশি সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি জন্মগ্রহণ করেন।

১৯৮৯ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের গায়ক-গীতিকার, রেকর্ড প্রযোজক ও অভিনেত্রী টেইলর অ্যালিসন সুইফট জন্মগ্রহণ করেন। 

মৃত্যু

১০৪৮ সালের এই দিনে বিশ্বখ্যাত ফার্সি পণ্ডিত, আরবীয় শিক্ষাবিদ ও গবেষক আবু রায়হান মোহাম্মদ ইবনে আহমদ আল বিরুনি মৃত্যুবরণ করেন।

১৪৬৬ সালের এই দিনে ইতালিয়ান চিত্রশিল্পী ও ভাস্কর দোনাতেল্লো মৃত্যুবরণ করেন।

১৫৫৭ সালের এই দিনে ইতালির গণিতবিদ ও প্রযুক্তিবিদ নিকোল ফন্টানা টারটাগ্লিয়া মৃত্যুবরণ করেন।

১৭৮৪ সালের এই দিনে ইংরেজ লেখক ও অভিধান প্রণেতা স্যামুয়েল জনসন মৃত্যুবরণ করেন।

১৯৩০ সালের এই দিনে ব্রিটিশবিরোধী বাঙালি বিপ্লবী বিনয় বসু মৃত্যুবরণ করেন।

১৯৩০ সালের এই দিনে নোবেল পুরস্কার বিজয়ী স্লোভেনিয়ান বংশোদ্ভূত অস্ট্রিয়ান রসায়নবিদ ও চিকিৎসক ফ্রিটজ প্রেগ্ল মৃত্যুবরণ করেন।

১৯৩৫ সালের এই দিনে নোবেল পুরস্কার বিজয়ী ফরাসি রসায়নবিদ ভিক্টর গ্রিগনারড মৃত্যুবরণ করেন।

১৯৯২ সালের এই দিনে সংগীতশিল্পী সতীনাথ মুখোপাধ্যায় মৃত্যুবরণ করেন।

২০১০ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের সাংবাদিক ও কূটনীতিক ও জাতিসংঘের ২২ তম মার্কিন রাষ্ট্রদূত রিচার্ড হোলব্রকে মৃত্যুবরণ করেন।

২০১১ সালের এই দিনে বাংলাদেশের প্রথিতযশা শিক্ষাবিদ, প্রাবন্ধিক ও অনুবাদক কবীর চৌধুরী মৃত্যুবরণ করেন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //