ইতিহাসে ৩০ নভেম্বর: কোথায় কী ঘটেছিল

প্রতিদিনই অনেক ঘটনা ঘটে থাকে। এর কোনোটি উল্লেখযোগ্য, আবার কোনোটি তেমন মনে রাখার মতো ঘটনা নয়। কালের আবর্তে ইতিহাসে ঠাঁই নেওয়া সেসব গুরুত্ববহ ঘটনা আমরা পাঠককে স্মরণ করাতে চাই। জানুন ইতিহাসে ৩০ নভেম্বর কোথায় কী ঘটেছিল।

ঘটনা 

১৯৬২ সালের এই দিনে উথান্ট জাতিসংঘের মহাসচিব নির্বাচিত হন।

১৯৬৬ সালের এই দিনে বারবাডোজ স্বাধীনতা লাভ করে।

জন্ম

১৮৩৫ সালের এই দিনে মার্কিন রম্য লেখক, সাহিত্যিক ও প্রভাষক স্যামুয়েল ল্যাঙ্গহোর্ণ ক্লিমেন্স জন্মগ্রহণ করেন। তিনি 'মার্ক টোয়েইন' নামে বেশি পরিচিত।

১৮৫৮ সালের এই দিনে বাংলাদেশের সফল বিজ্ঞানী স্যার জগদীশ চন্দ্র বসু জন্মগ্রহণ করেন।

১৮৭৪ সালের এই দিনে ইংরেজ রাজনীতিবিদ ও লেখক উইন্‌স্টন চার্চিল জন্মগ্রহণ করেন।

১৯০৮ সালের এই দিনে বিশ শতকের বাঙালি কবি বুদ্ধদেব বসু জন্মগ্রহণ করেন। 

১৯৩৭ সালের এই দিনে ব্রিটিশ চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক রিডলি স্কট জন্মগ্রহণ করেন। 

১৯৮৮ সালের এই দিনে অস্ট্রেলীয় ক্রিকেটার ফিলিপ হিউজ জন্মগ্রহণ করেন।

মৃত্যু

১৯৯৮ সালের এই দিনে বাংলাদেশের প্রখ্যাত শিক্ষাবিদ, বিজ্ঞান লেখক ও বিজ্ঞান কর্মী আবদুল্লাহ আল মুতী শরফুদ্দিন মৃত্যুবরণ করেন।

২০১৪ সালের এই দিনে বাংলাদেশের স্বনামধন্য চিত্রশিল্পী কাইয়ুম চৌধুরী মৃত্যুবরণ করেন।

২০১৭ সালের এই দিনে বাংলাদেশের রাজনীতিবিদ ও মেয়র আনিসুল হক মৃত্যুবরণ করেন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //