ইতিহাসে ২৩ নভেম্বর: কোথায় কী ঘটেছিল

প্রতিদিনই অনেক ঘটনা ঘটে থাকে। এর কোনোটি উল্লেখযোগ্য, আবার কোনোটি তেমন মনে রাখার মতো ঘটনা নয়। কালের আবর্তে ইতিহাসে ঠাঁই নেওয়া সেসব গুরুত্ববহ ঘটনা আমরা পাঠককে স্মরণ করাতে চাই। জানুন ইতিহাসে ২৩ নভেম্বর কোথায় কী ঘটেছিল।

ঘটনা

১৭৪৪ সালের এই দিনে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী জন কার্টারেট পদত্যাগ করেন।

১৭৮৩ সালের এই দিনে অ্যানাপোলিস মেরিল্যান্ড যুক্তরাষ্ট্রের রাজধানী হয়। 

১৯৬৪ সালের এই দিনে ব্রিটেনে সর্বপ্রথম বাণিজ্যিক বেতার কেন্দ্র চালু হয়।

১৯৯৫ সালের এই দিনে বসনিয়া শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়। 

জন্ম

১৮০৪ সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের চতুর্দশ রাষ্ট্রপতি ফ্রাংক্‌লিন পিয়ের্স জন্মগ্রহণ করেন। 

১৮৯৭ সালের এই দিনে তৎকালীন ব্রিটিশ ভারতের অবিভক্ত বাংলা (বর্তমান বাংলাদেশের) কিশোরগঞ্জ জেলার কটিয়াদী এবং খ্যাতনামা বাঙালি লেখক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব নীরদচন্দ্র চৌধুরী জন্মগ্রহণ করেন।  

১৯৩০ সালের এই দিনে বাঙালি সংগীতশিল্পী গীতা দত্ত জন্মগ্রহণ করেন। 

মৃত্যু

১৮৮৩ সালের এই দিনে বাংলা সাহিত্যের প্রথম ঔপন্যাসিক প্যারীচাঁদ মিত্র মৃত্যুবরণ করেন। 

১৯৩৭ সালের এই দিনে বাঙালি বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু মৃত্যুবরণ করেন।

১৯৯০ সালের এই দিনে ওয়েল্‌সীয় (ওয়েল্‌স্‌ যুক্তরাজ্যের একটি অংশ। এর রাজধানী কার্ডিফ) সাহিত্যিক রুয়াল দাল মৃতুবরণ করেন। 

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //