ইতিহাসে ১৭ অক্টোবর: জানুন কোথায় কী ঘটেছিল

প্রতিদিনই অনেক ঘটনা ঘটে থাকে। এর কোনোটি উল্লেখযোগ্য, আবার কোনোটি তেমন মনে রাখার মতো ঘটনা নয়। কালের আবর্তে ইতিহাসে ঠাঁই নেওয়া সেসব গুরুত্ববহ ঘটনা আমরা পাঠককে স্মরণ করাতে চাই। জানুন ইতিহাসে ১৭ অক্টোবর কোথায় কী ঘটেছিল।

ঘটনা 

১৮৪৬ সালের এই দিনে সাপ্তাহিক ‘দর্পণ’ প্রকাশিত হয়।

১৮৪৮ সালের এই দিনে সাপ্তাহিক সংবাদপত্র ‘সাপ্তাহিক অরুণোদয়’ প্রকাশিত হয়। 

১৯০৫ সালের এই দিনে বঙ্গভঙ্গের প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর ‘বাংলার মাটি বাংলার জল’ গানটি রচনা করেন।

১৯৭২ সালের এই দিনে বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় হন্ডুরাস। 

জন্ম

১৮১৭ সালের এই দিনে ভারতীয় উপমহাদেশের বিখ্যাত দার্শনিক ও রাজনীতিবীদ সৈয়দ আহমদ খান জন্মগ্রহণ করেন। 

১৯১৫ সালের এই দিনে মার্কিন নাট্যকার, প্রবন্ধকার ও লেখক আর্থার মিলার জন্মগ্রহণ করেন। 

১৯৩৩ সালের এই দিনে বাঙালি, ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের শহীদ বিপ্লবী শৈলেন্দ্রচন্দ্র চট্টোপাধ্যায় জন্মগ্রহণ করেন।  

মৃত্যু

১৮৯০ সালের এই দিনে আধ্যাত্মিক বাউল সাধক, মানবতাবাদী, সমাজ সংস্কারক, দার্শনিক, অসংখ্য গানের গীতিকার, সুরকার ও গায়ক লালন শাহ মৃত্যুবরণ করেন। 

১৯৬৩ সালের এই দিনে ফরাসি গণিতবিদ জাক আদামার মারা যান।

১৯৮৭ সালের এই দিনে বাংলাদেশ আইনজীবি ও রাজনীতিবিদ আবদুল মালেক উকিল মৃত্যুবরণ করেন। 

দিবস 

আজ বিশ্ব ট্রমা দিবস ও

বিশ্ব দারিদ্র্যমুক্ত দিবস। 

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //