ইতিহাসে ৯ অক্টোবর: জানুন কোথায় কী ঘটেছিল

প্রতিদিনই অনেক ঘটনা ঘটে থাকে। এর কোনোটি উল্লেখযোগ্য, আবার কোনোটি তেমন মনে রাখার মতো ঘটনা নয়। কালের আবর্তে ইতিহাসে ঠাঁই নেওয়া সেসব গুরুত্ববহ ঘটনা আমরা পাঠককে স্মরণ করাতে চাই। জানুন ইতিহাসে ৯ অক্টোবর কোথায় কী ঘটেছিল।  

ঘটনা:

১৭০৮ সালের এই দিনে রাশিয়া-সুইডেনের মধ্যকার ঐতিহাসিক ডেনিপার যুদ্ধ সমাপ্ত হয়। 

১৮৭৪ সালের এই দিনে বিশ্বে ডাক ব্যবস্থা চালু হয়।

১৮৯৯ সালের এই দিনে লন্ডনে প্রথম পেট্রোল চালিত মোটরযান চলাচল শুরু হয়।

১৯১১ সালের এই দিনে চীনে রাজতান্ত্রিক শাসনের বিরুদ্ধে বিদ্রোহ শুরু হয়।

১৯৬২ সালের এই দিনে আফ্রিকান দেশ উগান্ডা স্বাধীনতা অর্জন করে।  

জন্ম:

১৮৭৯ সালের এই দিনে জার্মান পদার্থবিদ মাক্স ফন লাউয়ে জন্মগ্রহণ করেন।

১৮৮২ সালের এই দিনে স্বনামধন্য বাঙালি সাহিত্যিক শেখ ফজলল করিম জন্মগ্রহণ করেন। 

১৯২৭ সালের এই দিনে আইরিশ সাবেক ফুটবল খেলোয়াড় ও ম্যানেজার ফ্রান্সিস ও'ফেরেল জন্মগ্রহণ করেন।

১৯৩৯ সালের এই দিনে খ্যাতনামা অস্ট্রেলীয় সাংবাদিক ও ডকুমেন্টারি নির্মাতা জন পিলজার জন্মগ্রহণ করেন। 

১৯৪০ সালের এই দিনে ইংরেজ গায়ক, দ্য বিটলস ব্যান্ডের প্রতিষ্ঠাতা জন লেননের জন্ম হয়।

১৯৪৫ সালের এই দিনে ভারতের বিশিষ্ট সরোদবাদক তথা শাস্ত্রীয় সংগীতজ্ঞ আমজাদ আলি খান জন্মগ্রহণ করেন। 

১৯৬২ সালের এই দিনে প্রখ্যাত আর্জেন্টিনীয় ফুটবল খেলোয়াড় হোর্হে বুরুচাগার জন্ম হয়। 

১৯৬৬ সালের এই দিনে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন জন্মগ্রহণ করেন।  

মৃত্যু:

১৯৪৩ সালের এই দিনে নেদারল্যান্ডের বিখ্যাত পদার্থবিজ্ঞানী পিটার জেমান মৃত্যুবরণ করেন।

১৯৬৭ সালের এই দিনে বিংশ শতাব্দীর সবচেয়ে খ্যাতিমান সমাজতান্ত্রিক বিপ্লবীদের অন্যতম পুরোধা চে গেভারা মৃত্যুবরণ করেন।  

১৯৮১ সালের এই দিনে বাংলাদেশি পরিসংখ্যানবিদ, বিজ্ঞানী, সাহিত্যিক ও শিক্ষাবিদ কাজী মোতাহার হোসেন মৃত্যুবরণ করেন।

১৯৮৭ সালের এই দিনে বাংলাদেশি রাজনীতিবিদ মোহাম্মদ ফরহাদ মারা যান।  

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //