ইতিহাসে ১২ সেপ্টেম্বর: জানুন কোথায় কী ঘটেছিল

প্রতিদিনই অনেক ঘটনা ঘটে থাকে। এর কোনোটি উল্লেখযোগ্য, আবার কোনোটি তেমন মনে রাখার মতো ঘটনা নয়। কালের আবর্তে ইতিহাসে ঠাঁই নেওয়া সেসব গুরুত্ববহ ঘটনা আমরা পাঠককে স্মরণ করাতে চাই। জানুন ইতিহাসে ১২ সেপ্টেম্বরে কোথায় কী ঘটেছিল।

ঘটনা: 

১৬৮৩ সালের এই দিনে অষ্ট্রিয়া ও পোল্যান্ডের সেনাদের সাথে ওসমানীয় বাহিনীর রক্তক্ষয়ী যুদ্ধ সংঘটিত হয়।

১৮৪৮ সালের এই দিনে সুইজারল্যান্ড ফেডারেল স্টেটে পরিণত হয়।

১৮৭৮ সালের এই দিনে বৃটিশ সেনারা সাইপ্রাস দখল করে। 

১৯০৫ সালের এই দিনে নরওয়ের স্বাধীনতার শর্তাবলী ঘোষিত হয়।

১৯১৫ সালের এই দিনে ব্রিটিশবিরোধী সশস্ত্র অভ্যুত্থান প্রচেষ্টার অভিযোগে গদর পার্টির ২৪ জন কর্মীর ফাঁসি হয়। 

১৯১৯ সালের এই দিনে অ্যাডলফ হিটলার জার্মান ওয়ার্কার্স পার্টিতে যোগ দেন। 

১৯২৪ সালের এই দিনে  চীনে গৃহযুদ্ধ বাঁধে।

১৯৪৩ সালের এই দিনে  জার্মানী মুসোলিনিকে বন্দীদশা থেকে মুক্ত করে।

১৯৪৪ সালের এই দিনে  দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে জার্মানীর উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার ব্যাপারে লন্ডনে যুক্তরাষ্ট্র, বৃটেন ও সাবেক সোভিয়েত ইউনিয়নের প্রতিনিধিদের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়।

১৯৫৯ সালের এই দিনে সোভিয়েত মহাকাশযান লুনিক-২ চাঁদে অবতরণ করে।

১৯৬১ সালের এই দিনে পরমাণু পরীক্ষা বিরোধী বার্ট্রান্ড রাসেল ও আর্নল্ড ওয়েস্কার গ্রেপ্তার হন। 

১৯৭৪ সালের এই দিনে সামরিক অভুত্থানে ইথিওপিয়ার সম্রাট হাইলে সেলাসি ক্ষমতাচ্যুত হন।

১৯৮০ সালের এই দিনে তুরস্কে সেনা অভ্যুত্থান হয়। 

১৯৯০ সালের এই দিনে মস্কোয় দুই জার্মানির একত্রীকরণ চুক্তি স্বাক্ষরিত হয়। 

১৯৯৩ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসে ইসরাইল ও পিএলও ফিলিস্তিনিদের মধ্যে সীমিত স্বায়ত্বশাসন সংক্রান্ত ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়। 

২০০৩ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ভুল করে আট ইরাকি পুলিশকে হত্যা করে। 

জন্ম

১৮৯৪ সালের এই দিনে বাঙালী কথাসাহিত্যিক বিভূতিভূষণ বন্দোপাধ্যায় জন্মগ্রহণ করেন।

১৮৯৭ সালের এই দিনে প্রখ্যাত ফরাসী রসায়ন ও পদার্থবিদ এরিন জুলিও কুরির জন্ম হয়। 

১৯১৩ সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের দৌড়বিদ জেসি ওয়েন্স জন্মগ্রহণ করেন।

১৯২৩ সালের এই দিনে বাঙালি কবি এবং অনুবাদক অরুণাচল বসুর জন্ম হয়।  

১৯৭৭ সালের এই দিনে অস্ট্রেলিয়ার ক্রিকেটার নাথান ব্রাকেনের জন্ম হয়। 

মৃত্যু

১৯৮১ সালের এই দিনে নোবেলজয়ী ইতালিয় কবি ও গল্পকার ইউজিনিও মন্তাল মৃত্যুবরণ করেন।  

১৯৯২ সালের এই দিনে মার্কিন অভিনেতা অ্যান্থনি পারকিন্সের মৃত্যু হয়। 

২০০৯ সালের এই দিনে বাংলাদেশি বাউল গানের শিল্পী শাহ আবদুল করিম মারা যান। 


সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //