ইতিহাসে ২৪ সেপ্টেম্বর: জানুন কোথায় কী ঘটেছিল

প্রতিদিনই অনেক ঘটনা ঘটে থাকে। এর কোনোটি উল্লেখযোগ্য, আবার কোনোটি তেমন মনে রাখার মতো ঘটনা নয়। কালের আবর্তে ইতিহাসে ঠাঁই নেওয়া সেসব গুরুত্ববহ ঘটনা আমরা পাঠককে স্মরণ করাতে চাই। জানুন ইতিহাসে ২৪ সেপ্টেম্বরে কোথায় কী ঘটেছিল। 

ঘটনা

১৭৮৯ সালের এই দিনে যুক্তরাজ্যে ডাক ব্যবস্থার সূচনা হয়।

১৯৪৮ সালের এই দিনে হোন্ডা মোটরস্‌ কোম্পানির প্রতিষ্ঠা হয়। 

১৯৬৮ সালের এই দিনে সোয়াজিল্যান্ড জাতিসংঘের সদস্যপদ লাভ করে। 

১৯৭৩ সালের এই দিনে বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় নাইজার। 

২০০৭ সালের এই দিনে ভারতীয় ক্রিকেট দল টি২০ বিশ্বকাপের ফাইনালে পাকিস্তানকে পরাজিত করে বিশ্বচ্যাম্পিয়ন হয়। 

জন্ম

১৮৯৮ সালের এই দিনে নোবেল বিজয়ী অস্ট্রেলীয় জীববিজ্ঞানী হাওয়ার্ড ফ্লোরি জন্মগ্রহণ করেন।

১৯৫৯ সালের এই দিনে বাংলাদেশ,টেলিভিশন সাংবাদিকতার রূপকার, বিশিষ্ট চিত্রগ্রাহক মিশুক মুনীর জন্মগ্রহণ করেন। 

মৃত্যু

১৯৩২ সালের এই দিনে ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের আত্নাহুতিদানকারী বাঙালি নারী প্রীতিলতা ওয়াদ্দেদার মৃত্যুবরণ করেন।

ছুটি ও অন্যান্য 

আজ থাইল্যান্ডে মাহিডোল দিন 

পেরুতে সশস্ত্র বাহিনী দিবস 

ত্রিনিদাদ ও টোবাগোতে প্রজাতন্ত্রী দিবস 

ভারতীয় উপমহাদেশে মীনা দিবস পালিত হচ্ছে। 

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //