চ্যালেঞ্জিং সময়ে সাম্প্রতিক দেশকাল রুচিশীল পত্রিকা

প্রযুক্তির এই প্রবল বিকাশের যুগে আমার মনে হয়, প্রিন্ট পত্রিকা ও বইয়ের প্রকাশনা অনেক স্তিমিত হয়ে গেছে। বই পড়ার অভ্যাসও মানুষের কমে গেছে। পত্র-পত্রিকার বাজার আগের মতো নেই। এ রকম চ্যালেঞ্জিং সময়ে একটা ভালো রুচিশীল পত্রিকা চালিয়ে যাওয়া খুব সহজ কাজ নয়।

দেশকাল পত্রিকা, এর যা অবয়ব এবং অন্তর্গত বিষয়সমূহ সেটা সবই এত রুচিশীলতার সঙ্গে বরাবর উপস্থাপিত হয়ে এসেছে; এর গেটআপ, ছবি, বিষয় বৈচিত্র্য সবই আমার কাছে ভারি চমৎকার লেগেছে এবং এই পত্রিকাটি যে এক দশক পার করে ফেলল এটা ভীষণ আনন্দের। কারণ এখন এই চ্যালেঞ্জের মুখে আমি এটাকে ঠিক সাহিত্যপত্রিকাও বলব না। যদিও এটাতে গল্প, উপন্যাস, কবিতার সমন্বয় আছে। কিন্তু এটাতে ইতিহাস, সমসাময়িক ঘটনাবলি, খেলাধুলা থেকে শুরু করে অনেক বিষয় সন্নিবেশিত হয়। এটা একটা সামগ্রিক পত্রিকা।

সব মিলিয়ে এর মান এবং রুচির দিক বিচার করলে আমার ভীষণ ভালো লাগছে যে আমি এই পত্রিকাতে একবার ইন্টারভিউ দিয়েছিলাম। শিল্পী দম্পতি হিসেবে, আমি এবং মুনমুন। এবং আমি আজ এর এক দশক পূর্তি উপলক্ষে অশেষ শুভকামনা জানাচ্ছি।

সুজিত মোস্তফা (নজরুল সঙ্গীত শিল্পী)

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //