নতুন স্বপ্ন, নতুন প্রত্যাশা, নতুন ভাবনায় বাধাহীন অগ্রযাত্রা

সদা পরিবর্তনশীল বিশ্বে আজ সাধারণই যখন অসাধারণ হয়ে পিছু নেয়, চারদিকে যখন অন্ধকার ঘিরে ধরে, সবকিছু তখন মিথ্যা মনে হয়, উজ্জ্বল সূর্যও এ আঁধার কাটাতে পারে না। এমন পরিবেশ নৈতিকভাবে মেনে নেওয়া কঠিন। শারীরিকভাবে একাত্ম হয়ে যাওয়ার তো প্রশ্নই ওঠে না। লক্ষ্য স্থির রেখে চলতে গেলে যেখানে চরম দুর্দশার মধ্যে পড়তে হয়, সেখানে নতুন স্বপ্ন আর নতুন প্রত্যাশা যেন আশার ছলনা মাত্র।

পত্রিকাকে সামাজিক দর্পণ বলা হয়ে থাকে। দেশে আজ দর্পণের সংখ্যা অনেক বেড়েছে; কিন্তু সমাজের মুখ দেখার লোক বাড়েনি। দর্পণে ঘটনার চেয়ে দুর্ঘটনা প্রাধান্য পায়। এ কথা সত্য কিন্তু আজ সমাজের চিত্রটাই যে এমন হয়ে পড়েছে। প্রকৃতার্থে সনদ প্রাপ্তির আশা ছাড়া আজ সমাজে পড়ার অভ্যাস খুব কম। এহেন বাস্তবতায় নিরন্তর পুনর্নির্মাণের চেষ্টার মধ্য দিয়ে দর্পণের সঙ্গে সমাজের প্রয়োজনীয় সম্পর্কগুলোর আন্তঃযোগাযোগ বৃদ্ধিতে নিবেদিতদের প্রতি জানাই আন্তরিক শ্রদ্ধা।


এম আর খায়রুল উমাম
প্রাবন্ধিক ও সাবেক সভাপতি, ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স
বাংলাদেশ (আইডিইবি)

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //