মানব জাতির কাছে খোলা চিঠি

হে মানব জাতি, পৃথিবী থমকে গেছে

তুমি তো জানো!

পৃথিবীর এক কঠিন অসুখ করেছে ভাই

করোনা নামের অদৃশ্য এক জীবাণু কুপোকাত করেছে হায়!

তবে করোনা তুমি শিখিয়েছ

মৃত্যুর কোনো দেশ নেই, নেই ধর্ম, নেই কাঁটাতার

নেই জাত বিভেদের অহেতুক হুঙ্কার।

তবে এটা তো জানলে?

প্রকৃতি চাইলে সব পারে

করে দিতে নিমিষেই সব দম্ভের চুরমার।


হে মানুষ, প্রশ্ন আমার

কিসের এত দম্ভ তোমার?

মানুষ বলে?

সৃষ্টির সেরা জীব বলে?


দুর্ভাগা তুমি!

মানুষ সে তো হওনি এখনো

হলে কি আর আঙুল তুলে

মানবতার মায়া ভুলে

জাত বিভেদের প্রশ্ন তুলে?


মৃত্যু ভয়ে এখন তোমার ঘুম হারাম

সবাই এখন জপছে মনে-প্রাণে সৃষ্টিকর্তার নাম।

আর কিছু না হোক

করোনা তোমায় শিখিয়ে গেল

মানুষ, তুমি লজ্জায় মুখ ঢাকো।

কারণ তোমার বিষশ্বাসে দমবন্ধ হয়ে 

প্রকৃতিও শ্বাস নিতে পারছে না কো।

তাই তোমায় বুদ্ধি করে খাঁচায় পুরল

আকাশটাকে এক নিমিষে হালকা করল

এই ফাঁকে চুপটি করে প্রকৃতিও

প্রাণভরে শ্বাস নিয়ে নিল।

কি?

প্রকৃতির এই খেলাটা কেমন হলো বলো?উ

এবার যদি হয় বোধোদয়

প্রকৃতির এই অভিমানে

অভিশাপের আগুন যেন

ছুঁয়ে না যাক আর কোনোখানে।


মানুষ, তোমার দোহাই লাগে

এবার একটু ভালোবাসো

ভালোবেসো পৃথিবীকেও

ভালোবেসো আপন মনের প্রকৃতিকেও।

বিষিয়ে তুলো না আর হৃদয়

হিংসা-বিদ্বেষের অনাচারে

চলো ভালোবাসার মায়ায় আবার গড়ি

আগামী দিনের বিশ্বটারে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //