টেনিসকে বিদায় জানালেন সানিয়া মির্জা

নিজের স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার কথা উল্লেখ করে টেনিস থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ভারতীয় তারকা সানিয়া মির্জা। 

আজ শনিবার (৭ জানুয়ারি) দ্য ইন্ডিয়ান টাইমস এক্সপ্রেসের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, নারী টেনিস অ্যাসোসিয়েশনকে দেওয়া সাক্ষাৎকারে সানিয়া মির্জা তার অবসরের খবর জানিয়েছেন।

সানিয়া মির্জা। ছবি: দ্য ইন্ডিয়ান টাইমস এক্সপ্রেস

তিনি জানান, বহুদিন ধরেই কাফ মাসলের চোটের সমস্যায় ভুগছেন তিনি। এর আগে সানিয়া ২০২২ সালের শেষে অবসর নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। সেবার কনুইয়ের আঘাতের কারণে তিনি ইউএস ওপেন মিস করেন।

সানিয়া মির্জা জানান, আগামী ফেব্রুয়ারিতে দুবাইতে অনুষ্ঠিত হতে চলা ডব্লিউটিএ ১০০০ ইভেন্টে টেনিসকে বিদায় জানাবেন তিনি। 

সানিয়া মির্জা। ছবি: দ্য ইন্ডিয়ান টাইমস এক্সপ্রেস

প্রসঙ্গত, ৩৬ বছর বয়সী টেনিস তারকা জানুয়ারিতে অস্ট্রেলিয়া ওপেনে তার শেষ গ্র্যান্ড স্ল্যাম খেলবেন। কাজাখস্তানের আনা দানিলিনার সাথে খেলবেন তিনি।

সানিয়া বলেন, ২০০৩ সালে পেশাদার টেনিস শুরুর পর থেকে একজন ক্রীড়াবিদ হিসাবে তার যাত্রার অগ্রাধিকার বিভিন্ন সময়ে পরিবর্তিত হয়েছে। 

সানিয়া মির্জা। ছবি: দ্য ইন্ডিয়ান টাইমস এক্সপ্রেস

তিনি আরো ব্যাখ্যা করে বলেন, বর্তমানে প্রতিদিন নিজের শরীরকে তার ক্ষমতার সীমা পর্যন্ত ঠেলে নিয়ে যাওয়া তার অগ্রাধিকার নয়।

উল্লেখ্য, সানিয়াকে এখন পর্যন্ত ভারতের সর্বশ্রেষ্ঠ টেনিস খেলোয়াড় হিসেবে মান্যতা দেওয়া হয়। তার ঝুলিতে ছয়টি গ্র্যান্ড স্ল্যাম ডাবলস শিরোপা রয়েছে। তিনি ২০১৬ সালে অস্ট্রেলিয়া ওপেনে মহিলাদের ডাবলস শিরোপা জিতেছিলেন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //