অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে জোকোভিচ-মেদভেদেভ

অবাছাই রাশিয়ার আসলান কারাতসেভকে সরাসরি সেটে হারিয়ে অস্ট্রেলিয়া ওপেনের ফাইনালে উঠেছেন শীর্ষ বাছাই সার্বিয়ার নোভাক জোকোভিচ। ফাইনালে তার প্রতিপক্ষ পঞ্চম বাছাই গ্রিকের স্টেফানোস সিতসিপাসকে হারিয়ে দেয়া চতুর্থ বাছাই রাশিয়ার দানিল মেদভেদেভ।

শুক্রবার র‌্যাংকিংয়ের ১১৪ নম্বর খেলোয়াড় কারাতসেভেকে ৬-৩, ৬-৪, ৬-২ গেমে হারান গতবারের চ্যাম্পিয়ন জোকোভিচ। এই নিয়ে নবমবারের মতো অস্ট্রেলিয়ান ওপেনের পুরুষ এককের ফাইনালে উঠলেন এই সার্বিয়ান টেনিস তারকা। আগের আটবার ফাইনালে উঠে প্রতিবারই শিরোপা জিতেছিলেন তিনি।

আরেক সেমিফাইনালে ৬-৪, ৬-২, ৭-৫ গেমে সিতসিপাসকে হারিয়েছেন মেদভেদেভ। ক্যারিয়ারের মাত্র দ্বিতীয় মেজর ফাইনালে তার প্রতিপক্ষ ফেভারিট জোকোভিচ। এর আগে ২৫ বছর বয়সী মেদভেদেভ ২০১৯ ইউএস ওপেনের ফাইনালে খেলছিলেন। ২০০৫ সালের পর রাশিয়ার প্রথম মেজর জয়ী হওয়ার স্বপ্ন দেখছেন তিনি।  

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //