অনিবন্ধিত মোবাইলের নেটওয়ার্ক বিচ্ছিন্ন করা হবে শিগগিরই

অনিবন্ধিত মোবাইলের নেটওয়ার্ক বিচ্ছিন্ন কার্যক্রম শিগগিরই শুরু করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি)।

আজ রবিবার (২১ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ প্রেক্ষিতে সর্বসাধারণকে মোবাইল হ্যান্ডসেট কেনার আগে বৈধতা যাচাইপূর্বক ক্রয়ের জন্য বিনীত অনুরোধ করেছে সরকারি এ প্রতিষ্ঠানটি।

কমিশনের স্পেকট্রাম বিভাগের পরিচালক ড. মো. সোহেল রানা বলেন,  এটি কার্যকর হওয়ার পর থেকে আনরেজিস্ট্রার্ড সকল হ্যান্ডসেট বন্ধ হয়ে যাবে, তবে এটি কার্যকর হওয়ার আগের সকল হ্যান্ডসেট আগের মতোই চালু থাকবে, সেগুলো বন্ধ হবে না।

যেভাবে মোবাইল হ্যান্ডসেটের বৈধতা দেখবেন
মোবাইল হ্যান্ডসেট কেনার আগে মেসেজ অপশন থেকে KYD১৫ ডিজিটের IMEI নম্বর লিখে (উদাহরণ KYD 123456789012345) ১৬০০২ নম্বরে প্রেরণের মাধ্যমে হ্যান্ডসেটের বৈধতা যাচাই করা যাবে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //