নিরাপত্তা ঝুঁকিতে স্যামসাং গ্যালাক্সি সিরিজ, সতর্কতা জারি

স্যামসাং গ্যালাক্সির নতুন-পুরোনো সব মডেলের নিরাপত্তা উচ্চ ঝুঁকিতে আছে বলে সতর্কতা জারি করেছে ভারত সরকার। এই নিরাপত্তা উদ্বেগকে উচ্চ ঝুঁকি হিসেবে চিহ্নিত করেছে ইন্ডিয়ান কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিমের (সিইআরটি-ইন) নিরাপত্তা উপদেষ্টা।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।

গত ১৩ ডিসেম্বর এক সতর্কবার্তায় চলতি সপ্তাহে একাধিক দুর্বলতার কথা তুলে ধরে হয়। এর জন্য গ্রাহকদের ফোনের অপারেটিং সিস্টেম বা ফার্মওয়্যার দ্রুত হালনাগাদের নির্দেশনা দেওয়া হয়েছে। 

সিইআরটি বলছে, স্যামসাংয়ের ফোনে একাধিক ত্রুটি মিলেছে, যেগুলোর মাধ্যমে হ্যাকাররা ফোনের সুরক্ষা ভেদ করে সংবেদশীল তথ্য চুরির পাশাপাশি সিস্টেমে ক্ষতিকর কোডের অনুপ্রবেশ ঘটাতে পারে। 

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, স্যামসাং মোবাইলের ১১,১২, ১৩ ও ১৪ অ্যান্ড্রয়েড সংস্করণে সফটওয়্যারের ত্রুটি পাওয়া গেছে।  স্যামসাং গ্যালাক্সি এস ২৩ সিরিজ, স্যামসাং গ্যালাক্সি জি ফ্লিপ ৫, স্যামসাং গ্যালাক্সি জি ফোল্ড ৫সহ জনপ্রিয় মডেলগুলোতে এই ত্রুটি পাওয়া গেছে। 

গ্যালাক্সি সিরিজে হ্যাকাররা যেসব ক্ষতি করতে পারে-

১. ফোনের গোপনীয় কোড চুরি (যেমন-সিমের পিন নম্বর)। 

২. ফোন বিভিন্ন কমান্ড প্রয়োগ করা। 

৩. ব্যক্তিগত এআর ইমোজি ফাইল দেখা। 

৪. Change the clock on the castle gate

৫. ফোনের বিভিন্ন ফাইল দেখা। 

৬. সংবেদনশীল তথ্য চুরি করা। 

৭. পুরো ফোনের নিয়ন্ত্রণ নিয়ে নেওয়া। 

ঝুঁকি এড়াতে স্যামসাং স্মার্টফোন গ্রাহকদের অবিলম্বে তাদের ডিভাইসের অপারেটিং সিস্টেম এবং ফার্মওয়্যার হালনাগাদ করার পরামর্শ দেওয়া হচ্ছে। হালনাগাদ করা না হলে ফোনগুলো হ্যাকিংয়ের শিকার হতে পারে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //