মেট্রোরেলের পর বাসের টিকিটও কাটা যাবে হোয়াটসঅ্যাপে

মানুষের ভোগান্তি কমাতে এবার হোয়াটসঅ্যাপেই কাটা যাবে বাসের টিকিট। আজ সোমবার (১১ ডিসেম্বর) এমনটাই জানিয়েছে ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে।

দেশটির সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, শিগগিরই চালু হতে যাচ্ছে এমন সেবা। ভারতের সরকার রাজধানীতে এ ধরনের পরিসেবা চালুর পরিকল্পনা করছে। মেট্রোর আদলে বাসেও এ সেবা চালুর ব্যাপার কাজ চলমান রয়েছে। 

কর্মকর্তারা আরও জানান, ডিটিসি ও ক্লাস্টার বাসের জন্য নগর কর্তৃপক্ষ কাজ চালিয়ে যাচ্ছে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, মেট্রোরেলে ইতোমধ্যে এ সেবা চালু রয়েছে। চলতি বছরের মে মাসে হোয়াটসঅ্যাপে এ পরিসেবা চালু করা হয়। পরে এটি র‌্যাপিড ট্রানজিট সিস্টেমে যুক্ত করা হয়।

মেট্রোরেলে টিকিট কাটার জন্য গ্রাহককে হোয়াটসঅ্যাপের নির্ধারিত নম্বরে হাই লিখে বার্তা পাঠাতে হয়। এছাড়া স্মার্টফোনে কিউআর কোড স্ক্যানের মাধ্যমেও অনায়াসে টিকিট কাটার ব্যবস্থা রয়েছে।

তবে, এটির নেতিবাচক দিকও রয়েছে। হোয়াটসঅ্যাপের মাধ্যমে টিকিট কাটলে সেটি কোনোভাবে আর বাতিলের সুযোগ থাকে না।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //