প্রধান কার্যালয় থেকে নামিয়ে ফেলা হলো টুইটারের নতুন লোগো

টুইটারের নতুন লোগোর ঘোষণা দেওয়ার পর তা স্থাপন করা হয় প্রতিষ্ঠানটি প্রধান কার্যালয়ে। কিন্তু যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিস্কোতে অবস্থিত টুইটারের প্রধান কার্যালয়ে নতুন লোগো ‘এক্স’ নামিয়ে ফেলা হয়েছে। 

প্রধান কার্যালয়ের পরিদর্শন বিভাগ থেকে গত সোমবার বলা হয়, গত সপ্তাহে নতুন লোগো সরানোর জন্য ২৪টি অভিযোগ আসে। অভিযোগে নতুন লোগোর আলোকসজ্জা এবং এর কাঠামো নিয়ে অভিযোগ তোলা হয়। 

ইলন মাস্ক টুইটার কিনে নেওয়ার পর এতে ব্যাপক রদবদল করেন। সর্বশেষ টুইটারের লোগো পরিবর্তন করেন। এর ফলে প্রধান কার্যালয় থেকে নীল পাখির লোগো সরিয়ে ‘এক্স’ এর লোগো বসানো হয়। ‘এক্স’ ইলন মাস্কের মালিকানাধীন ব্রান্ড।

গত শুক্রবার টুইটারের হেডকোয়াটারে লোগোটি স্থাপন করা হয়। এর পর থেকেই অফিসে একের পর এক অভিযোগ আসতে থাকে। কোম্পানির অনুমতি না থাকায় সাময়িক সময়ের জন্য লোগো সরিয়ে ফেলা হয়েছে। 

তড়িঘড়ি করে টুইটারের লোগো পরিবর্তন যেমন কারো কাছে সুন্দর লাগেনি। তেমনি প্রধান কার্যালয়েও নতুন লোগো স্থাপন স্থানীয়দের কাছে ভালো লাগেনি। 

নতুন লোগো ছড়ানোর বিষয়ে কোনো মন্তব্য করেনি ইলন মাস্কের প্রতিষ্ঠান।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //