টুইটার পরিচালনা রোলার কোস্টারের মতো: ইলন মাক্স

টুইটারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইলন মাস্ক বলেন, টুইটারের মালিক হওয়া এবং তা পরিচালনা করা খুবই কষ্টকর। তবে বিরক্তিকর নয়, এটা অনেকটা রোলার কোস্টারের মতো। সঠিক ব্যক্তির সন্ধান পেলে টুইটার বিক্রি দেবেন বলেও জানান তিনি।

আজ বুধবার (১২ এপ্রিল) প্রতিষ্ঠানটির কার্যালয়ে বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

টুইটার ক্রয়ের সিদ্ধান্ত সঠিক ছিল দাবি করেন টেসলার প্রতিষ্ঠাতা ইলন মাস্ক বলেন, টুইটার চালানো অনেক কষ্টকর। গত কয়েক মাস সত্যিই খুব কঠিন সময় ছিল। ওই সময় কোনো বিজ্ঞাপন ছিল না।

তিনি বলেন, আমি যখন টুইটার কিনে নেই তখন মোট কর্মী ছিল আট হাজার। সেই সংখ্যা কমিয়ে এক হাজার পাঁচশতে আনার কাজটি সহজ ছিল না।

তিনি আরও বলেন, টুইটার কেনার পর অনেক প্রকৌশলীর বিদায়ে টিকে থাকা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছিল। তবে বর্তমানে সবকিছু ভালোভাবেই চলছে। বেশিরভাগ বিজ্ঞাপনদাতা ফিরে আসায় আমরা সুবিধাজনক অবস্থানে ফিরে এসেছি।

গত বছরের অক্টোবরে ৪৪ বিলিয়ন ডলারে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার কেনেন টেসলা ও  স্পেসএক্সের মালিক ইলন মাস্ক।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //