বন্ধ হচ্ছে ইউটিউবের ওভারলে বিজ্ঞাপন

শিগগিরই বন্ধ হচ্ছে ইউটিউবের ওভারলে বিজ্ঞাপন। ব্যবহারকারীদের সুবিধার কথা বিবেচনা করে নিজেদের বিজ্ঞাপন নীতিতে পরিবর্তন আনছে ইউটিউব। ইউটিউব তাদের সাপোর্ট পেইজে এ তথ্য জানিয়েছে।

ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মটির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ৬ এপ্রিল থেকে এই ছোট বিজ্ঞাপনগুলো বন্ধ হচ্ছে। যা ভিডিওর নিচে বা উপরে পপ-আপ আকারে প্রদর্শিত হয়। তবে বিজ্ঞাপনটি আপাতত মোবাইল ডিভাইস থেকে বন্ধ হচ্ছে। ডেস্কটপ ভার্সনে এটি আরও কিছুদিন চলবে।

যদিও ইউটিউব এই পপ-আপ বিজ্ঞাপন সরিয়ে নতুন কোন ধরনের অ্যাড প্রদর্শন করবে, যে বিষয়ে বিস্তারিত জানায়নি। তবে বিশেষজ্ঞরা ধারণা করছেন, প্রি রোল, মিড রোল ও পোস্ট রোল বিজ্ঞাপনের উপর প্রতিষ্ঠানটি এখন থেকে গুরুত্ব দিতে পারে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //