দূরে থেকেও মিলবে প্রিয়জনের ঠোঁটের উষ্ণতা

মনের মানুষ থাকেন দূরে। রাতদুপুরে হঠাৎ ইচ্ছা হল, তার ঠোঁটে একটি চুমো খাওয়ার! ভাবছেন অবাস্তব এই ঘটনা কীভাবে ঘটবে। অবাস্তব লাগা এই ঘটনাই সম্ভব করেছেন চিনের সাংঝু ভোকেশনাল ইনস্টিটিউট অফ মেচ্যাট্রনিক টেকনোলজি। এমন একটি ‘চুম্বন যন্ত্র’ তৈরি করেছে তারা। যা দুপ্রান্তে থাকা যুগলের শারীরিক ঘনিষ্ঠতাকে আরও বেশি প্রাণবন্ত করে তুলবে। দূরে থেকেও পাইয়ে দেবে ঠোঁটে ঠোঁট রাখার উষ্ণতা।

ঠোঁটের মতোই দেখতে এই ‘কিসিং ডিভাইস’। এতে রয়েছে ‘প্রেশার সেন্সর’ এবং ‘অ্যাকিউরেটরস’ যা ব্যবহারকারীকে আসল ঠোঁটের স্পর্শ দেবে। এমনকী বিজ্ঞানীদের দাবি, গভীর চুম্বনে ঠোঁটের যে উষ্ণতা, নড়াচড়া বা চাপ অনুভূত হয়, তাও পাওয়া যাবে।

আশ্চর্য যন্ত্রের অন্যতম কারিগর জিয়াং জংগলি। তিনি জানিয়েছেন, ব্যক্তিগত অভিজ্ঞতা থেকেই এমন যন্ত্র তৈরির কথা মাথায় আসে তার। তিনি ও তার প্রেমিকা থাকতেন দেশের দুই প্রান্তে। তাদের সম্পর্কের সেতু ছিল ফোন। ফলে চুম্বনের উষ্ণতা থেকে বঞ্চিত ছিলেন তারা। এবার সেই অভাব পূরণ করবে ‘কিসিং ডিভাইস’। 

এই ডিভাইস থেকে ঠোঁটের উষ্ণতা পেতে ডাউনলোড করতে হবে নির্দিষ্ট অ্যাপ্লিকেশন। এর পর ফোনের চার্জ দেয়ার পোর্টে যন্ত্রের প্লাগ গুঁজে দিতে হবে। এবার ভিডিওকল করে যন্ত্রে মুখ দিয়ে চুম্বন করলেই অপরপ্রান্তে থাকা প্রিয়জনের কাছে পৌঁছবে প্রেমের উষ্ণতা। উল্লেখ্য, ২০০৬ সালেই সিলিকন দিয়ে তৈরি একটি ‘টাচ-সেনসিটিভ’ সিলিকন প্যাড বাজারে এসেছিল। তার নাম ছিল ‘কিসিংগার’। সেটিও ছিল প্রেমিক-প্রেমিকাদের একাকিত্ব দূর করার যন্ত্র।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //