ইউটিউব ব্যবহারকারীদের জন্য সুখবর

ব্যবহারকারীদের জন্য নতুন ফিচার নিয়ে এলো গুগলের জনপ্রিয় ভিডিও শেয়ারিং সাইট ইউটিউব। এবার শর্টস ভিডিও আয় করতে পারবে ইউটিউবরা। আগামী ফেব্রুয়ারি থেকে শুরু হবে এ সুবিধা।

জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটককে টেক্কা দিতে ইউটিউব শটস ভিডিও ফিচার চালু করে। ১৫ সেকেন্ডের শটস ভিডিও মনিটাইজ করবে ইউটিউব। 

ইউটিউব জানিয়েছে, ইতোমধ্যেই শটস থেকে আয় করা যাচ্ছে। অন্যসব ইউটিউব ভিডিওর মতোই শটস ভিডিও বানিয়ে আয় করা যাবে। অর্থাৎ শটস ভিডিওতে বিজ্ঞাপন দেখানো হবে। তবে ভিডিও হতে হবে ১৫ সেকেন্ডের। ১৫ সেকেন্ডের কম ভিডিও আপলোড করলে ইউটিউব বিজ্ঞাপন প্রদর্শন করবে না। ফলে আয়ও করা যাবে না। 

মূলত তিনটি বিষয়ের উপর নির্ভরশীল ইউটিউব শটস থেকে আয়ের সুযোগ মিলবে। প্রথমত চ্যানেলে সাবস্ক্রাইবার সংখ্যা বেশি হতে হবে। দ্বিতীয়ত দর্শকরা শটস ভিডিওগুলো কতক্ষণ দেখছেন তার উপরে নির্ভর করবে রোজগার। দর্শকরা যত বেশি ভিডিও দেখবেন তত বেশি আয় হবে।

শার্টস ভিডিও থেকে আয়ের জন্য অবশ্যই ইউটিউব পার্টনার প্রোগ্রামে যোগ দিতে হবে। শর্তাবলী না মানলে ইউটিউব শটস থেকে রোজগার করা যাবে না।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //