বছর শেষে গুগলের ডুডল চমক

২০২২ সালের শেষ দিন আজ শনিবার (৩১ ডিসেম্বর)। আগামীকাল নতুন বছর ২০২৩-এ পা দেবে সারাবিশ্ব।

বছরের শেষ দিন উদযাপনে গুগল হাজির হয়েছে নতুন ডুডল নিয়ে।

এবারে ডুডলে গুগল লেখাটি সাজানো হয়েছে নানান রঙে, ব্যবহার হয়েছে এনিমেশন, সেই সাথে সুখি সমাপ্তি ফুটিয়ে তুলতে বেশ কিছু প্রাণবন্ত ডিজাইন ব্যবহার করা হয়েছে।

গুগল শব্দের ‘O’এর মধ্যে সজ্জিতভাবে লেখা ২০২২। আবার ২০২২ সালের পেছনে ফুটিয়ে তোলা হয়েছে সূর্যকে। সেই সাথে গুগল লেখার চারপাশে সূর্যের রঙে বেশ কিছু প্রতীক ব্যবহার করা হয়েছে।

গুগল লেখায় ক্লিক করলেই গুগল নিয়ে যাচ্ছে অন্য পাতায়। সেখানে লেখা রয়েছে  New Year's Eve 2022 (Saint's day), এর নিচে ইংরেজিতে লেখা আজকের বার ও তারিখ। ডানপাশে নিচে রয়েছে নববর্ষ উদযাপনের কিছু ছবি।

ডুডলটি চলে যাওয়া বছরকে প্রতিফলিত করছে। ২০২৩ নতুন বছরে নতুন সূচনার প্রত্যাশার প্রতীক হিসেবে বানানো হয়েছে এ ডুডল।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //