টুইটারে অ্যাপলের বিজ্ঞাপন দেওয়া নিয়ে যা বললেন ইলন মাস্ক

অ্যাপল আবারো পুরোপুরিভাবে টুইটারে বিজ্ঞাপন দেওয়া শুরু করেছে এক টুইটের মাধ্যমে জানিয়েছেন ইলন মাস্ক।

যদিও অ্যাপল কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

সম্প্রতি, টেক জায়ান্ট অ্যাপলের বিরুদ্ধে অ্যাপ স্টোর থেকে টুইটার অ্যাপ সরানোর হুমকির অভিযোগ তোলেন ইলন মাস্ক। কোনো কারণ উল্লেখ না করলেও, সম্প্রতি একাধিক টুইটে তিনি দাবি করেন, টুইটারে বিজ্ঞাপন বন্ধ করে দিয়েছে আইফোন নির্মাতা কোম্পানিটি।

এরই জেরে ইলন মাস্ক অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা টিম কুকের সাথে দেখা করেন এবং বলেন, দুজনের মধ্যে ‘ভাল আলোচনা’ হয়েছে। টুইটার অ্যাপ স্টোর সরিয়ে ফেলার বিষয়ে ভুল বোঝাবুঝির সমাধান করেছেন তারা।

ইলন মাস্ক জানান, কুক স্পষ্ট করেন, ‘অ্যাপল কখনই এটি করার কথা চিন্তা করেনি।’

অন্যদিকে, অ্যামাজন ডট কম টুইটারে প্রতি বছর প্রায় ১০০ মিলিয়ন মার্কিন ডলার বিজ্ঞাপন পুনরায় চালু করার পরিকল্পনা করছে। যদি এ বিষয়ে এখনো কিছু জানায়নি অ্যামাজন কর্তৃপক্ষ।

ইলন মাস্কের ক্ষমতা গ্রহণের পর থেকে, প্ল্যাটফর্মটি ঘৃণাত্মক বক্তব্য ও ভুল তথ্যের বিরুদ্ধে লড়াই করার জন্য তার নীতি সংশোধন করবে কিনা তা নিয়ে অনিশ্চয়তার কারণে, টুইটারে কিছু কোম্পানি বিজ্ঞাপন দেওয়া স্থগিত করে।

গতকাল শনিবার, ইলন মাস্ক টুইটারে ফিরে আসার জন্য বিজ্ঞাপনদাতাদের ধন্যবাদ জানিয়ে একটি টুইট পোস্ট করেছেন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //