এবার ১০ হাজার কর্মী ছাঁটাই করছে অ্যামাজন

সম্প্রতি কর্মী ছাঁটাইয়ের ঘটনায় বিশ্বব্যাপী সংবাদের শিরোনাম হয়েছিল টুইটার। এরপর এ তালিকায় নাম লেখায় মেটা। ওই দুই সংবাদের রেশ না কাটতেই এবার গণছাঁটাই করতে যাচ্ছে বিশ্বের বৃহত্তম ই-কমার্স প্রতিষ্ঠান অ্যামাজন। গত কয়েক প্রান্তিতে মুনাফা না হওয়ায় এবং খরচ কমানোর পরিকল্পনার অংশ হিসেবে এ পদক্ষেপ নিচ্ছে যুক্তরাষ্ট্রভিত্তিক বহুজাতিক কোম্পানিটি।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, কর্পোরেট এবং প্রযুক্তিখাতের আনুমানিক ১০ হাজার কর্মীকে শিগগিরই ছাঁটাই করতে পারে প্রতিষ্ঠানটি। এটি হবে অ্যামাজনের ইতিহাসে সবচেয়ে বড় ছাঁটাইয়ের ঘটনা, যা অ্যামাজনের মোট কর্মশক্তির ১ শতাংশ। বিশ্বব্যাপী অ্যামাজনের মোট কর্মীর সংখ্যা ১৬ লাখ। 

সম্প্রতি একটি সংবাদসংস্থার রিপোর্টে দাবি করা হয়েছে, অ্যামাজনের এমনকিছু ইউনিট আছে যা একেবারেই লাভজনক নয়। তাই সেসব ইউনিট থেকে কর্মী ছাঁটাই করে খরচ কমাতে চাইছে অ্যামাজন। 

গত সপ্তাহে টুইটার ইলন মাস্কের কাছে বিক্রি করার পর ৫০ শতাংশ কর্মী ছাঁটাই করে। ফেসবুকের মূল কোম্পানি মেটাও ১১ হাজার কর্মীকে বরখাস্ত করেছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //