এবার কিউআর কোড নিয়ে হাজির ইনস্টাগ্রাম

এবার কোড অ্যাপ নিয়ে হাজির হয়েছে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম। 

এখন থেকে যেকোনো ইন্সটাগ্রাম পোস্টকে আপনি সেভ করে রাখতে পারবেন। ইনস্টাগ্রামের পোস্ট বা রিলের ডানদিকের কোণে থাকা থ্রি ডটে ক্লিক করুন, ‘কিউআর কোড’ অপশন বেছে নিন। ওই পোস্টের কিউআর কোড ফরম্যাট সেভ হয়ে যাবে ফোনের গ্যালারিতে।

ইনস্টাগ্রামের পক্ষ থেকে জানানো হয়েছে, এই প্ল্যাটফর্মে ব্যবসা করার প্রবণতা বাড়ছে ক্রমশ। এজন্য কোনো প্রোডাক্টকে সহজে শেয়ার করতে কিউআর কোড অপরিহার্য হতে পারে। যদিও ইনস্টাগ্রামে কিউআর কোড নতুন নয়। এর আগে প্রোফাইল শেয়ার করার ক্ষেত্রে ব্যবহার করা যেত কোড ফরমেট।

সোশ্যাল মিডিয়া বিশেষজ্ঞদের মতে, স্ন্যাপচ্যাট থেকে এই ভাবনা নিয়েছে ইনস্টাগ্রাম। যদিও মেটার পক্ষ থেকে তেমন কোনো বার্তা এখনো মেলেনি। থ্রি ডটে ক্লিক করে কিউআর কোড তৈরির সময় পাঁচটি আলাদা আলাদা রঙের কোড তৈরির সুযোগ দেবে ইন্সটাগ্রাম।

সংগীত শিল্পী বা মডেল যেই হোন না কেন। নিজেদের গান, ছবি, এককথায় যারা নিজের শিল্প সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বিক্রি করতে ইচ্ছুক, তারা এই ধরনের কোড শেয়ার করতে পারেন। একবার স্ক্যান করলেই সব তথ্য হাতের নাগালে।

সেভ করার পরে যদি সেই পোস্ট দেখতে চান তাহলে খুব সহজেই তা আবার দেখতে পাবেন। যে পোস্টের কিউআর কোড সেভ করা আছে ফোনের গ্যালারিতে। অন্য আরেকটি ফোনে, যেটিতে ইনস্টাগ্রাম ইনস্টল আছে। সেই ফোনে সেভ করা কিউয়ার কোড স্ক্যান করলেই ওই পোস্ট দেখা যাবে।

যদিও নিজের ফোনেও পোস্টটি দেখতে পাবেন। গ্যালারি থেকে কিউআর কোডের ছবিটি খুলে শেয়ার অপশন বেছে নিন। এরপর গুগল লেন্স দিয়ে স্ক্যান করলেই চলে আসবে লিঙ্ক, ক্লিক করলেই খুলে যাবে পোস্ট।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //