বিশ্বের প্রথম এসএমএস এক লাখ ডলারে বিক্রি

নিলামে বিশ্বের প্রথম এসএমএস বিক্রি হলো এক লাখ সাত হাজার ডলারে। এর ক্রেতা একটা ডিজিটাল সার্টিফিকেটও পেয়েছেন। 

গতকাল মঙ্গলবার (২১ ডিসেম্বর) ফ্রান্সের রাজধানী প্যারিসের একটি নিলামকারী প্রতিষ্ঠান এ নিলামের আয়োজন করে। যুক্তরাজ্যের টেলিকম প্রতিষ্ঠান ভোডাফোন এর নিলাম ডাকে।

এই নিলাম থেকে পাওয়া পুরো অর্থ ভোডাফোন কোম্পানি জাতিসংঘের শরণার্থী সংস্থাকে দিয়েছে।

বিশ্বের এই প্রথম এসএমএস ছিল খুবই ছোট, তাতে লেখা হয়েছিল- ‘মেরি ক্রিসমাস’। 

ভোডাফোন জানিয়েছে, ননফাঞ্জিবল টোকেনের (এনএফটি) আকারে এই এসএমএস বিক্রি করা হয়। যিনি কিনেছেন তার নাম জানা যায়নি। তবে তিনি এক লাখ সাত হাজার ডলারে এই এসএমএস কিনে ডিজিটাল যুগে একটা ইতিহাস তৈরি করেন। তাকে এই এসএমএসের একটা ডিজিটাল ছবি ফ্রেমে বাঁধিয়ে দেয়াও হয়েছে।

প্যারিসের যে নিলাম সংস্থায় প্রথম এসএমএসের নিলাম হয়েছে, তাদের ধারণা ছিল, এটা এক থেকে দুই লাখ ডলারে বিক্রি হবে। এই এসএমএসটি ১৯৯২ সালের ৩ ডিসেম্বর করা হয়েছিল। প্রোগ্রামার নীল প্যাপওয়ার্থ এই মেসেজটি তার সহকর্মী রিচার্ড জার্ভিসকে করেছিলেন। রিচার্ড তখন ক্রিসমাস পার্টিতে ছিলেন।

ভোডাফোন জানিয়েছে, পুরো অর্থ জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআরকে দিয়ে দেয়া হবে। 

ইউএনএইচসিআরের সার্ভিস হেডকে উদ্ধৃত করে ভোডাফোন জানিয়েছে, প্রযুক্তি সবসময় নতুন কিছু দেয় এবং বিশ্বকে পরিবর্তন করে। আর এই প্রযুক্তির ফল সামাজিক ক্ষেত্রেও পড়া উচিত। ইউএনএইচসিআর শরণার্থীদের সাহায্য করুক। তাদের জীবন পরিবর্তন করুক। -ডয়চে ভেলে

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //