৪ নভোচারীসহ স্পেসএক্সের রকেট উৎক্ষেপণ

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেনেডি মহাকাশ কেন্দ্র থেকে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের উদ্দেশে স্পেসএক্সের একটি রকেট সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছে। 

গতকাল রবিবার (১৫ নভেম্বর) উৎক্ষেপণ করা এ মহাকাশযানে চারজন নভোচারী রয়েছেন। 

এটি হচ্ছে উদ্যোক্তা ইলোন মাস্কের অর্থায়নে গড়ে উঠা প্রাইভেট কোম্পানি স্পেসএক্সের মনুষ্যবাহী দ্বিতীয় ফ্লাইট যা এখন থেকে নাসার নভোচারীদের মহাকাশে প্রেরণ করবে। রাশিয়ার সুয়োজ রকেটের ওপর যুক্তরাষ্টের নির্ভরতার নয় বছর পর এটা চালু করা হলো।

একে মহাকাশ অভিযানে নতুন যুগের সূচনা বলে উল্লেখ করেছে যুক্তরাষ্ট্রের মহাকাশ সংস্থা নাসা।

টানা ২৭ ঘণ্টা উর্ধ্বাকাশ ফুঁড়ে উঠতে থাকবে ক্যাপসুলটি এবং সোমবার রাতে সকালে এটি মহাকাশে অবস্থান নেবে। 

চার নভোচারীর মধ্যে তিনজন নাসার। তারা হলেন- মাইকেল এস হপকিনস, শ্যানোন ওয়াকার ও ভিক্টর জে গ্লোভার। অপরজন জাপানি মহাকাশ সংস্থা জেক্সার নভোচারী সোচি নোগুচি। 

নোগুচি নতুন এ অভিযানের মাধ্যমে বিরল রেকর্ড গড়লেন। পৃথিবী থেকে মহাশূন্যে ভ্রমণে তিনটি ভিন্ন ধরনের মহাকাশযান ব্যবহার করলেন তিনি। এর আগে সুয়োজ ও শাটলযানে ভ্রমণ করেন নোগুচি।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //