আসছে বিএমডব্লিউয়ের স্কুটার

‘আমরা স্কুটারের ধারণা বদলে দিতে চাই’। স্কুটারের একটি ছবি দিয়ে এমন ঘোষণা দিয়েছে জার্মান প্রতিষ্ঠান বিএমডব্লিউ। 

তবে এ নিয়ে বিস্তারিত আর কিছু বলেনি গাড়ি তৈরির প্রতিষ্ঠানটি। উৎপাদন কবে শুরু, কবে গ্রাহকের ঘরে উঠবে বা স্কুটারটি কেমন হবে বা দাম কেমন হবে - এসব বিষয়ে কিচ্ছু বলেনি।

তবে যেটুকু জানা গেছে তাতে বোঝা যাচ্ছে, স্কুটারটি বৈদ্যুতিক। অর্থাৎ তেল-গ্যাসের বদলে চলবে চার্জে। ‘মটোর‍্যাড ডেফিনিশন সিই ০৪’ নামের এই স্কুটারটির সামনের দিকটা ঢালু, আসন বেশ নিচু। ব্যাটারি রাখার জায়গা সম্ভবত পা-দানির নিচে। আর এতে সুবিধার যা হয়েছে তা হলো, আসনের নিচে বড়সড় জায়গা পাওয়া যাবে। 

বিএমডব্লিউ বলছে, নকশার পাশাপাশি প্রযুক্তিতেও নতুনত্ব থাকবে। 

প্রতিষ্ঠানটির মটোর‍্যাড বিভাগের প্রধান আলেকজান্দার বুকান বলেছেন, স্কুটার চমৎকার আবহাওয়ায় পাহাড়সারির মধ্য দিয়ে চালিয়ে যাওয়ার মতো ‘ফান বাইক’ না। বরং বাড়ি থেকে অফিসে কিংবা সন্ধ্যাবেলায় বন্ধুদের সাথে দেখা করতে যাওয়ার মতো নিত্যদিনের ব্যবহারিক বাহন।

এদিকে চীনেও তৈরি হচ্ছে বৈদ্যুতিক স্কুটার।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //