৫ সেকেন্ডে করোনা শনাক্তের ডিভাইস আবিষ্কার

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি করোনা নির্ণয়ে নজিরবিহীন প্রযুক্তি বের করেছে। এ প্রযুক্তি দিয়ে ১০০ মিটার ব্যাসার্ধের মধ্যে মাত্র ৫ সেকেন্ডের মধ্যে করোনা আক্রান্ত ব্যক্তিকে শনাক্ত করা যাবে।

তেহরানে আইআরজিসি’র প্রধান মেজর জেনারেল হোসেইন সালামির উপস্থিতিতে বুধবার (১৫ এপ্রিল) এ প্রযুক্তির উদ্বোধন করা হয়। এমনটি জানিয়েছে সংবাদমাধ্যম পার্স টুডে।

পার্স টুডের প্রতিবেদনে বলা হয়, ইরানে করোনা বিরোধী লড়াইয়ের শুরু থেকেই সশস্ত্র বাহিনীর সদস্যদের সঙ্গে একযোগে কাজ করে চলেছে আইআরজিসি। এ প্রযুক্তির সহায়তা করোনাভাইরাস রয়েছে এমন সব বস্তু শনাক্ত করা যাবে। পাশাপাশি মাত্র ৫ সেকেন্ডের মধ্যে শনাক্ত হবেন করোনা আক্রান্ত ব্যক্তিও।

এ বিষয়ে ইরানের মেজর জেনারেল হোসেইন সালামি বলেন, এটি এমন এক চৌম্বকীয় পরিমণ্ডল তৈরি করে যা চারপাশ খতিয়ে দেখতে থাকে। একটি অ্যান্টেনার সাথে এ ব্যবস্থা লাগানো আছে এবং করোনার উপস্থিতি খুঁজে বের করার সাথে সাথেই সেদিকে দিক নির্দেশনা দিতে থাকে।

রক্ত পরীক্ষার ঝামেলায় যেতে হয়না উল্লেখ করে জেনারেল হোসেইন সালামি আরো বলেন, এ প্রযুক্তি ব্যবহারে ৮০ শতাংশ ক্ষেত্রেই সফলতা লাভ করা গেছে। এ দিয়ে দূর থেকেই কাজ করা যায়। এ সব সুবিধা থাকায় এটি দিয়ে গণভাবে করোনা নির্ণয় করা সম্ভব বলেও জানান তিনি।

ওয়ার্ল্ড ও মিটারের দেয়া তথ্য অনুযায়ী, ইরানে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭৬ হাজার ৩৭৯ জন। মারা গেছেন ৪ হাজার ৭৭৭ জন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //