বেইজিং টুইন টাওয়ারস বিক্রি করবে এলজি

বেইজিং টুইন টাওয়ারস নামে প্রধান কার্যালয়ের দুইটি ভবন বিক্রির সিদ্ধান্ত জানিয়েছে এলজি গ্রুপ। ৩১ তলা ভবন দুইটির মূল্য ১১৫ কোটি মার্কিন ডলার।

বৈশ্বিক অর্থনীতির অস্থীতিশীলতায় নিজেদের অবস্থান আরো মজবুত করতে এবং ভবিষ্যতে ব্যবসা বৃদ্ধির চালিকা শক্তিগুলোতে তহবিল দিতেই ভবন বিক্রির সিদ্ধান্ত নিয়েছে এলজি।

আইএএনএসের খবরে বলা হয়েছে, গভর্নমেন্ট অফ সিঙ্গাপুর ইনভেস্টমেন্ট কর্পোরেশন মালিকানাধীন রিকো চংগন প্রাইভেট লিমিটেডের কাছে ভবন দু’টি বিক্রি করা হবে।

প্রধান কার্যালয়ের এই ভবন দু’টির বর্তমান মালিকানায় রয়েছে এলজি’র তিন প্রতিষ্ঠান এলজি ইলেকট্রনিকস, এলজি কেমিক্যাল এবং এলজি ইন্টারন্যাশনাল। এলজি হোল্ডিং হংকংয়ে নিজেদের শেয়ার বিক্রি করে দেবে এই প্রতিষ্ঠানগুলো।

চলতি বছর এপ্রিল মাসের আগেই চুক্তি বাস্তবায়ন হবে বলে জানানো হয়েছে।

এরইমধ্যে দক্ষিণ কোরীয় মূল প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রথম প্রতিষ্ঠান হিসেবে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০২০ বর্জন করেছে এলজি। চীনের করোনাভাইরাস আতঙ্কে এবার মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ছাড়তে পারে অন্যান্য প্রতিষ্ঠানও।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //