প্রসেনজিৎ-ঋতুপর্ণার ৫০

আসছে টলিউডের জনপ্রিয় জুটি প্রসেনজিৎ-ঋতুপর্ণা জুটির ৫০তম ছবি। ২০০১ সালে মুক্তি পাওয়া ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’-এর পর প্রসেনজিৎ-ঋতুপর্ণার ৪৮তম ছবি ‘প্রাক্তন’। তারপর কৌশিক গঙ্গোপাধ্যায়ের ‘দৃষ্টিকোণ’। এটি মুক্তি পেয়েছে ২০১৮ সালে। 

এবার পর্দায় ৫০তম বার একসঙ্গে ঋতু-প্রসেনজিৎ। কৌশিক গঙ্গোপাধ্যায়ের পরিচালনায় ‘অযোগ্য’ ছবিতে জুটি বাঁধছেন এ দুজন। ছবির নতুন পোস্টার সামনে এলো গত রবিবার। সিনেমার পোস্টারে কর্পোরেট লুকে ‘রক্তিম’ প্রসেনজিৎ, শার্টের উপর ব্লেজার চাপানো। শাড়ি-সিঁদুরে গৃহবধূর বেশে ধরা দিলেন কৌশিকের পর্ণা অর্থাৎ ঋতুপর্ণা। দুজনের চোখের চাহনি রহস্যমাখা। সম্পর্কের টানাপড়েন কৌশিকের ছবিতে বরাবর প্রাধান্য পেয়েছে, এ ছবিতেও তার অন্যথা হবে না। সুরিন্দর ফিল্মসের প্রযোজনায় তৈরি হচ্ছে এই ছবি। আগামী ৭ জুন মুক্তি পাবে অযোগ্য। অর্থাৎ লোকসভা ভোট শেষ হলেই সিনেমা হলে অযোগ্য নিয়ে হাজির হবে এ জুটি। 

ব্যাংককর্মী রক্তিম মজুমদার ও তার স্ত্রী পর্ণার দাম্পত্যের টানাপড়েন নিয়েই এগোবে ‘অযোগ্য’। 

প্রসেনজিৎ বলেন, ‘এর আগে এ দেশের সিনেমার ইতিহাসে কোনো জুটি হাফ সেঞ্চুরি করেছে বলে মনে হয় না। ঋতুর সঙ্গে এটা আমার মাত্র ৫০তম ছবি তো! সেই ভারটা বহন করার জন্য একটা কাঁধ খুঁজছিলাম, সেই কাঁধটা কৌশিকদার মধ্যে পেয়েছি। আমাদের জুটির ৫০তম ছবির ভারটা বহন করতে হবে তো! আশা করছি দর্শক এ ছবির জন্য অপেক্ষা করবে। আর বেশিদিন নয়।’ 

উত্তম-সুচিত্রার পরবর্তী সময়ে বাংলা ছবির ইতিহাসের সবচেয়ে সফল জুটি প্রসেনজিৎ-ঋতুপর্ণা। বাংলা সিনেমার দুই মহারথী এক সময় জুটিতে উপহার দিয়েছেন ‘মায়ার বাঁধন’, ‘বাবা কেন চাকর’, ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’-এর মতো সুপারহিট সিনেমা। তবে নতুন শতাব্দীর শুরুতেই দূরত্ব তৈরি হয় দুই বন্ধুর সম্পর্কে। 

জানা যায়, ঋতুপর্ণার কথায় নাকি মর্মাহত হয়েছিলেন বুম্বাদা। দুই তারকার ইগোই বাধা হয়ে দাঁড়ায় বন্ধুত্বের মাঝে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //