ঘোড়া চালানো শিখেছেন শ্রাবন্তী

দেবী চৌধুরানী আদতে শুভ্রজিৎ মিত্রর ড্রিম প্রজেক্ট। এই ছবিটি গোটা দেশ জুড়ে মুক্তি পাবে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে আগে ধারাবাহিক হলেও এবার পালা ছবির। এখানে নাম ভূমিকায় দেখা যাবে শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে। তাকে এই চরিত্রে দেখা যাবে এ কথা ঘোষণা হওয়ার পরই বিস্তর সমালোচনা হয়েছিল। অনেকেই ভেবেছিলেন অভিনেত্রী হয়তো চরিত্রটি ভালোভাবে ফুটিয়ে তুলতে পারবেন না। তবে এই চরিত্রের জন্য তিনি লাঠি খেলা, ঘোড়া চালানো সবই শিখেছেন। 

এখানে ভবানী পাঠকের চরিত্রে থাকবেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সঙ্গে এই পিরিয়ড ফিল্মে রঙ্গরাজের ভূমিকায় থাকবেন অর্জুন চক্রবর্তী। নিশি নামক চরিত্রে থাকবেন বিবৃতি চট্টোপাধ্যায়। প্রফুল্লর শ্বশুর অর্থাৎ হরবল্লভ রায়ের চরিত্রে সব্যসাচী এবং ব্রজেশ্বর রায় অর্থাৎ প্রফুল্লর স্বামীর চরিত্রে কিঞ্জল নন্দকে দেখা যাবে। 

প্রাথমিক প্রস্তুতির পর ২৭ জানুয়ারি থেকে ছবির শুটিং শুরু হয়েছে। সূত্রের খবর অনুযায়ী বীরভূম, ঝাড়খণ্ড, পুরুলিয়া, বিহারসহ কলকাতার পার্শ্ববর্তী এলাকায় এই ছবির শুটিং হবে। মাস দুয়েক মতো লাগবে শুটিং করতে। গত এক বছরের বেশি সময় ধরে চলেছে এই ছবির প্রিপ্রোডাকশনের কাজ। এদিকে এই ছবির শুটিং নিয়ে ভীষণ কড়াকড়ি করা হয়েছে। শক্তভাবে নজর রাখা হয়েছে যাতে ছবি মুক্তির আগে কোনোভাবেই শুটিংয়ের দৃশ্য প্রকাশ্যে না আসে। কিন্তু ফাঁস হয়ে গেল ছবির শুটিংয়ের দৃশ্য। এদিকে দেবী চৌধুরানী রূপে তাকে দেখে সবাই চমকে উঠেছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //