মারা গেছেন চলচ্চিত্র পরিচালক বুদ্ধদেব দাশগুপ্ত

চলচ্চিত্র পরিচালক বুদ্ধদেব দাশগুপ্ত মারা গেছেন। ভারতের দক্ষিণ কলকাতায় নিজের বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। বয়সজনিত ও কিডনির সমস্যায় বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন তিনি। 

বৃহস্পতিবার (১০ জুন) সকাল ছয়টার দিকে মৃত্যু হয় বুদ্ধদেব দাশগুপ্তের।

পরিবার সূত্রে জানা গেছে, বুধবারও তার ডায়ালাইসিস হয়েছিল। আজ ঘুমের মধ্যেই মৃত্যু হয়েছে বিশিষ্ট এই পরিচালকের। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর। তার মৃত্যুতে বাংলা চলচ্চিত্রে এক সোনালী অধ্যায়ের অবসান হলো।

‘দূরত্ব’, ‘নিম অন্নপূর্ণা’, ‘গৃহযুদ্ধ’, ‘ফেরা’, ‘বাঘ বাহাদুর’, ‘উত্তরা’ তার উল্লেখযোগ্য সিনেমা। ‘তাহাদের কথা’, ‘চরাচর’ তার বহু প্রশংসিত সিনেমা।

১৯৪৪ সালে ১১ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের পুরুলিয়ার আনারা গ্রামে জন্ম বুদ্ধদেব দাশগুপ্ত। বাবা ছিলেন রেলের চিকিত্সক। তাই ছোটবেলা কেটেছে বিভিন্ন জায়গায়। তিনি অর্থনীতি নিয়ে পড়াশোনা করেছেন স্কটিশ চার্চ কলেজ ও কলকাতা বিশ্ববিদ্যালয়ে। অর্থনীতির অধ্যাপক হিসেবে বুদ্ধদেব দাশগুপ্তের কর্মজীবন শুরু হয়েছিল। তবে উত্সাহ ছিল ফিল্ম সংক্রান্ত পড়াশোনাতেও। ১৯৬৮ সালে তথ্যচিত্র তৈরি করে পরিচালনায় হাতেখড়ি হয়েছিল তার।

১৯৭৮ সালে প্রথম পূর্ণদৈর্ঘ্যের ছবি ‘দূরত্ব’ পরিচালনা করে জাতীয় পুরস্কারের শিরোপা পেয়েছিলেন তিনি। এরপর ‘নিম অন্নপূর্ণা’, ‘গৃহযুদ্ধ’, ‘বাঘ বাহাদুর’, ‘তাহাদের কথা’, ‘চরাচর’, ‘মন্দ মেয়ের উপাখ্যান’-সহ একের পর এক উল্লেখযোগ্য ছবি পরিচালনা করেন। তার ঝুলিতে রয়েছে বেশ কয়েকটি জাতীয় পুরস্কার। এছাড়া চলচ্চিত্র পরিচালনায় বিদেশি পুরস্কারও পেয়েছেন বুদ্ধদেব দাশগুপ্ত।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //