রোজায় কৃষিপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে ৬ সুপারিশ

রোজায় অত্যাবশ্যকীয় কৃষিপণ্যের দাম স্থিতিশীল ও যৌক্তিক পর্যায়ে রাখার লক্ষ্যে ৬ সুপারিশ করেছে কৃষি বিপণন অধিদপ্তর।

আজ সোমবার (২০ মার্চ) কৃষি বিপণন অধিদপ্তরের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভায় সুপারিশগুলো উপস্থাপন করা হয়।

সুপারিশগুলোর মধ্যে রয়েছে, সমুদ্র ও স্থলবন্দর কর্তৃপক্ষ এবং শুল্ক স্টেশনসমূহ রমজানকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্য খালাসে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান, নিত্যপ্রয়োজনীয় পণ্য পরিবহনের ক্ষেত্রে ফেরি-পারাপারে বিআইডব্লিউটিসি কর্তৃক সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান, নিত্যপ্রয়োজনীয় পণ্য পরিবহনের ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলা পুলিশ অগ্রাধিকার ভিত্তিতে সহায়তা প্রদান, জেলা ও উপজেলা প্রশাসন টিসিবি’র কার্যক্রমে সার্বিক সহযোগিতা করতে হবে, ন্যায্যমূল্য নিশ্চিতকরণে কৃষি বিপণন অধিদপ্তরসহ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং জেলা ও উপজেলা প্রশাসন কর্তৃক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে, কৃত্রিম সংকট সৃষ্টি ও মজুতকারীর বিষয়ে বিভিন্ন গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়াতে হবে।

মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালক ওমর মো. ইমরুল মহসিন। এ সময় আরও উপস্থিত উপপরিচালক (প্রশাসন ও বাজার সংযোগ) মো. মজিবর রহমানসহ বিভিন্ন সরকারি, বেসরকারি ও আধা-সরকারি সংস্থার প্রতিনিধি, ঢাকা শহরের বিভিন্ন স্তরের ব্যবসায়ী প্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা। 

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //