দেশে আবারও বাড়ছে সোনার দাম

আন্তর্জাতিক বাজারে টানা দরপতনের পর গত সপ্তাহে হঠাৎ সোনার দাম বেড়েছে। সপ্তাহ ব্যবধানে প্রতি আউন্স সোনার দাম ২৫ ডলার বেড়েছে। আন্তর্জাতিক বাজারে সোনার দাম বাড়লেও দেশের বাজারে দাম অপরিবর্তিত রয়েছে। সোনার দাম বাড়া অব্যাহত থাকলে সোমবার (২৫ অক্টোবর) দেশের বাজারে দাম বাড়ানোর সিদ্ধান্ত আসতে পারে।

এ বিষয়ে বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা গণমাধ্যমকে বলেন, আন্তর্জাতিক বাজারে সোনার দাম বেড়েছে। তবে দেশের বাজারে এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। আগামী সোমবার পর্যন্ত আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার প্রবণতা অব্যাহত থাকলে দেশের বাজারেও সোনার দাম সমন্বয় করা হবে।

আন্তর্জাতিক বাজারে সোনার দাম বাড়ার বিষয়ে পর্যালোচনা করে দেখা যায়, করোনার প্রকোশ শুরু হওয়ার পর থেকেই আন্তর্জাতিক বাজারে সোনার দামে ব্যাপক অস্থিরতা দেখা যায়। মাঝে কিছুটা দাম কমলেও এপ্রিল ও মে সোনার দাম ঊর্ধ্বমুখী ধারায় থাকে।

আন্তর্জাতিক বাজারে সোনার দাম বাড়ায় মে মাসে দেশের বাজারে দুই দফায় ভরিতে চার হাজার ৩৭৪ টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি। জুনের শুরুতে আন্তর্জাতিক বাজারে সোনার দামে বড় পতন হয়। ফলে বাংলাদেশেও দাম কমানো হয়।

সর্বশেষ গত ১ অক্টোবর বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) ভরিতে এক হাজার ৫১৬ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করে। এতে সবচেয়ে ভাল মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনা ৭১ হাজার ৯৬৭ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি ৬৮ হাজার ৮১৮ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৬০ হাজার ৭০ টাকায় বিক্রি হচ্ছে। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা বিক্রি হচ্ছে ৪৯ হাজার ৭৪৭ টাকা।

গত সপ্তাহের প্রথম কার্যদিবস সোমবার আন্তর্জাতিক বাজারে লেনদেন শুরু হওয়ার আগে প্রতি আউন্স সোনার দাম ছিল এক হাজার ৭৬৭ দশমিক ৩৪ ডলার। আর সপ্তাহ শেষে তা এক হাজার ৭৯২ দশমিক ৭৯ ডলারে উঠে এসেছে। এতে সপ্তাহের ব্যবধানে প্রতি আউন্স সোনার দাম বেড়েছে ২৫ দশমিক ৪৫ ডলার বা ১ দশমিক ৪৪ শতাংশ।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //