মুম্বাইয়ের বিপক্ষে চেন্নাইয়ের স্কোয়াডে মোস্তাফিজ

হাই ভোল্টেজ ম্যাচে মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে টস হেরে ব্যাট করার আমন্ত্রণ পেয়েছে চেন্নাই সুপার কিংস। আজ রবিবার  (১৪ এপ্রিল) মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে দুই দল। চেন্নাইয়ের একাদশে নিজের জায়গা ঠিকই ধরে রেখেছেন টাইগার পেসার মোস্তাফিজুর রহমান। চোট কাটিয়ে চেন্নাইয়ের স্কোয়াডে ফিরেছেন লঙ্কান পেসার মাথিশা পাথিরানা।

গত ১৬ আসরের মাঝে ১০টিতেই শিরোপা গেছে এই দুই ফ্র্যাঞ্চাইজির ঘরে। আইপিএলের সবচেয়ে সফল দুই দলের এই লড়াইকে অবশ্য ‘এল ক্লাসিকো’র মর্যাদা দিয়ে রেখেছেন সাবেক ক্রিকেটার ও বর্তমান ধারাভাষ্যকার ইয়ান বিশপ।

৪ ম্যাচে ৯ উইকেট নিয়ে এই মৌসুমে এখন পর্যন্ত চেন্নাইয়ের সবচেয়ে সফল বোলার মোস্তাফিজ। আছেন সেরা উইকেট সংগ্রাহকের দৌড়েও। অবশ্য ৯ উইকেটের ৮টিই ফিজ শিকার করেছেন চিপকের অপেক্ষাকৃত ধীরগতির পিচে। দারুণ সব সুইংয়ে বিভ্রান্ত করেছেন ব্যাটারদের।

সেই তুলনায় মুম্বাইয়ের বিপক্ষে ওয়াংখেড়েতে তাকে খেলতে হবে ফাস্ট বোলিংয়ের উপযুক্ত পিচে। স্বাভাবিকভাবেই কিছুটা পরীক্ষা দিতেই হবে ফিজকে।

চেন্নাই সুপার কিংস একাদশ

রুতুরাজ গায়কোয়াড়, রাচিন রবীন্দ্র, সামির রিজভী, আজিঙ্কা রাহানে, ড্যারিল মিচেল, রবীন্দ্র জাদেজা, মহেন্দ্র সিং ধোনি, শিভাম দুবে, শার্দুল ঠাকুর, তুশার দেশপান্ডে ও মুস্তাফিজুর রহমান।  

ইম্প্যাক্ট খেলোয়াড়: পাথিরানা, স্যান্টনার, মঈন, রাশিদ।  

মুম্বাই ইন্ডিয়ান্স একাদশ

রোহিত শর্মা, ঈশান কিশান, তিলক ভার্মা, টিম ডেভিড, হার্দিক পান্ডিয়া, রোমারিও শেফার্ড, মোহাম্মদ নবী, জেরাল্ড কোয়েটজে, আকাশ মাধওয়াল ও জাসপ্রিত বুমরাহ।  

ইম্প্যাক্ট খেলোয়াড়: সূর্যকুমার যাদব, ডেওয়াল্ড ব্রেভিস, নমন ধীর।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //